ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কিউবার অভিষেক ম্যাচে জয়ে ফিরল বসুন্ধরা কিংস

কিউবার অভিষেক ম্যাচে জয়ে ফিরল বসুন্ধরা কিংস

বসুন্ধরা কিংসের হয়ে বাংলাদেশ ফুটবল লিগে প্রথম খেলতে নামলেন কিউবা মিচেল। ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার গোল পেতে পারতেন মাঠে নামার পরপরই। ব্যক্তিগত গোলের খাতা খুলতে না পারলেও অভিষেকে জয়ের স্বাদ পেলেন তিনি। ফর্টিস এফসিকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল কিংসও। গতকাল সোমবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিসকে ২-১ গোলে হারিয়েছে কিংস। চলতি লিগে এই প্রথম জয় পেল দলটি। পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের সঙ্গে ড্র করে আসর শুরু করেছিল কিংস। আগামী শনিবার আল-সাইবের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব শুরু করবে কিংস। ‘বি’ গ্রুপে ২৮ অক্টোবর আল-আনসার ও ৩১ অক্টোবর আল-কুয়েতের মুখোমুখি হবে তারা।

ফর্টিসের বিপক্ষে কিক অফের পর প্রথম মিনিটের আক্রমণ থেকেই গোল তুলে নেয় কিংস। মাঝমাঠ থেকে বক্সে লম্বা ক্রস বাড়িয়েছিলেন রাফায়েল আগুস্তো। বক্সে ফাঁকায় থাকা দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন। শ্রীলঙ্কান গোলকিপার সুজান পেরেইরা কিছুই বুঝে উঠতে পারেননি। ২০তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের দূরপাল্লার শট যায় ক্রসবারের ওপর দিয়ে। এর ৯ মিনিট পর রাকিব হোসেনকে তুলে মজিবুর রহমান জনিকে নামান কিংস কোচ, অস্বস্তি বোধ করছিলেন রাকিব।

দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করতে ফর্টিসের রক্ষণে চাপ দিতে থাকে কিংস। ৫২তম মিনিটে রাফায়েলের পাস ধরে বাম প্রান্ত দিয়ে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে ক্রস বাড়ান ফাহিম। গোলমুখ থেকে দরিয়েলতনের শট আটকান সুজান। ৬০তম মিনিটে ফাহিমের শট অবশ্য আটকাতে পারেননি সুজান। জনির পাসে দোরিয়েলতন টোকা দিলে চলে যায় পেছনে থাকা ফাহিমের কাছে। অরক্ষিত ফাহিম ডান পায়ের শটে খুঁজে নেন জাল। ইমানুয়েল সানডে ও কিউবা মিচেলকে ৭১তম মিনিটে নামান কিংস কোচ মারিও গোমেজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত