ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হ্যাটট্রিক-জোড়া গোলে বার্সেলোনার গোল উৎসব

হ্যাটট্রিক-জোড়া গোলে বার্সেলোনার গোল উৎসব

প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েও বিরতির পর অলিম্পিয়াকোসের ঘটনাবহুল গোলে যে নাটকীয়তার আভাস মিলল, তা মিলিয়ে যেতে সময় লাগল না। প্রতিপক্ষে একজন কমে যাওয়ার সুযোগে তাদেরকে পুরোপুরি চেপে ধরল বার্সেলোনা। ফারমিন লোপেজের হ্যাটট্রিক, মার্কাস র‍্যাশফোর্ডের জোড়া গোল ও লামিন ইয়ামালের লক্ষ্যভেদে গোল উৎসব করে জিতল হান্সি ফ্লিকের শিষ্যরা। স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘরের মাঠ অলিম্পিক লুইস কম্পানিস স্টেডিয়ামে গ্রিক প্রতিপক্ষকে ৬-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে বার্সা। ৫৭তম মিনিটে সান্তিয়াগো হেজে দ্বিতীয় হলুদ কার্ডসহ লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর তেতে ওঠে স্প্যানিশ পরাশক্তিরা। ৬৮তম থেকে ৭৯তম— এই ১১ মিনিটের মধ্যে চারবার জাল কাঁপায় দলটি। একই মাঠে শিরোপাধারী পিএসজির কাছে আগের ম্যাচে হারার পর দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে জয়ে ফিরল বার্সেলোনা। তিন ম্যাচে দুই জয়ে তাদের অর্জন ৬ পয়েন্ট। পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে দাপট দেখানো স্বাগতিকরা সপ্তম মিনিটেই লিড পেয়ে যায়। ডি-বক্সে ঢুকে ইয়ামাল অলিম্পিয়াকোসের গোলরক্ষককে এড়াতে না পারলেও বল চলে যায় স্প্যানিশ মিডফিল্ডার ফারমিনের পায়ে। বাঁ পায়ের শটে নিশানা ভেদ করেন তিনি। ৩৯তম মিনিটে তার লক্ষ্যভেদেই ব্যবধান দ্বিগুণ করে চালকের আসনে বসে পড়ে বার্সেলোনা। ১৭ বছর বয়সী স্বদেশি মিডফিল্ডার দ্রো ফার্নান্দেজের পাস পেয়ে একজনকে কাটিয়ে দূরের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন তিনি। বিরতির পর সফরকারীরা স্কোরলাইন ২-১ করে লড়াইয়ে ফেরায় রোমাঞ্চ। তাদের গোলটি ছিল ঘটনাবহুল। ৫০তম মিনিটে আইয়ুব এল কাবি বল জালে পাঠালেও রেফারি গোল না দিয়ে ভিএআরের সাহায্য নিয়ে বাজান পেনাল্টির বাঁশি। কারণ, ঠিক আগে ডি-বক্সের ভেতরে বল লেগেছিল বার্সার ডিফেন্ডার এরিক গার্সিয়ার হাতে। তাছাড়া, ওই হ্যান্ডবলের পর এল কাবিকে পাস দেওয়া দানিয়েল পোদেন্স ছিলেন অফসাইডে। পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের পর ৫৪তম মিনিটে নেওয়া স্পট-কিক থেকে ব্যবধান কমান এল কাবিই।

তিন মিনিট পর মার্ক কাসাদোকে ফাউল করে হেজে লাল কার্ড দেখলে ম্যাচের মোড় একদম ঘুরে যায়। একজন বেশি নিয়ে খেলা বার্সা স্রেফ নাচিয়ে ছাড়ে অলিম্পিয়াকোসকে। একের পর এক গোল করে ভক্তদের সুতীব্র উল্লাসে মাতায় দলটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত