ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

টি-টোয়েন্টি দল ঘোষণা

ফিরলেন লিটন, সৌম্য ও সাইফউদ্দিন বাদ

ফিরলেন লিটন, সৌম্য ও সাইফউদ্দিন বাদ

এশিয়া কাপে সুপার ফোরের শেষ দুই ম্যাচের আগে চোটে পড়ে ছিটকে গিয়েছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তাকে পাওয়া যায়নি। অবশেষে পুরোপুরি ফিট হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরলেন নিয়মিত অধিনায়ক। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম দুটির জন্য দল ঘোষণা করেছে বিসিবি। তাতে জায়গা হয়নি এশিয়া কাপে খেলা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের। অথচ ওয়েস্ট টি-টোয়েন্টি সিরিজ খেলতে চার ক্রিকেটারের সঙ্গে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে পাঠানো হয় মোহাম্মাদ সাইফ উদ্দিনকে। সন্ধ্যায় এই অলরাউন্ডার জানতে পারলেন, তাকে রাখা হয়নি দলে! এছাড়া সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকারও। তার বাদ পড়ার ঘটনাও বেশ কৌতূহল জাগানিয়া। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দলে থাকলেও তিনি যেতে পারেননি সংযুক্ত আরব আমিরাতের ভিসা না পাওয়ায়। কিন্তু খেলার সুযোগ না পেয়েই তাকে হারাতে হলো জায়গা।

চোট কাটিয়ে অনুমিতভাবেই ফিরেছেন লিটন কুমার দাস। গত কয়েক দিনে মিরপুরে ব্যাটিং অনুশীলন করেছেন টি-টোয়েন্টি অধিনায়ক। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজটি খেলতে গতকাল বৃহস্পতিবার সকালে সাইফ উদ্দিনের সঙ্গে চট্টগ্রামে চলে গেছেন লিটন, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও পারভেজ হোসেন ইমন।

গত মাসে এশিয়া কাপে ভারতের বিপক্ষে সুপার ফোর পর্বের ম্যাচে সাইড স্ট্রেইনের কারণে ছিটকে গিয়েছিলেন লিটন। সেই চোটের কারণে পরে খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজেও। তিন সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া শেষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি। ওয়ানডে সিরিজে থাকা টি-টোয়েন্টি দলের অন্যরা চট্টগ্রামে যাবেন আজ শুক্রবার সকালে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসনে, জাকের আলি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম আহমেদ সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত