
বাহরাইনে তৃতীয় এশিয়ান যুব গেমসে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক কাবাডি দল। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছে। শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল। তাদের পথ ধরে ছেলেদের কাবাডি দলও নিশ্চিত করেছে ব্রোঞ্জ পদক। আগের দুটি যুব এশিয়ান গেমসে পদক পায়নি বাংলাদেশ। তৃতীয় আসরে দুটি ব্রোঞ্জ পদক পেল তারা, দুটিই কাবাডি থেকে। গতকাল বৃহস্পতিবার বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে স্বাগতিক বাহরাইনকে ১০৬-১৭ পয়েন্টে উড়িয়ে দিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে পুরুষ কাবাডি দল। এ নিয়ে চলমান আসরে বাংলাদেশের ঝুলিতে এল দ্বিতীয় ব্রোঞ্জপদক।
বাংলাদেশ দলকে সমর্থন ও উৎসাহ দিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার। গেমসে শুরুটা ভালো ছিল না বাংলাদেশ যুব কাবাডি দলের জন্য। প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে চাপে পড়ে দল। তবে হাল ছাড়েনি খেলোয়াড়েরা। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইরানকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। এরপর শ্রীলঙ্কাকে হারিয়ে পায় টানা দ্বিতীয় জয়। থাইল্যান্ডের বিপক্ষে অল্প ব্যবধানে হেরে ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে পাকিস্তান ও বাহরাইনকে হারালেও ফাইনালে ওঠা হয়নি আর। তবে ব্রোঞ্জ নিশ্চিত করে শীর্ষ তিনে জায়গা করে নেয় সাত দলের প্রতিযোগিতায়। এশিয়ান যুব গেমসের প্রথম দুটি আসরে পদকশূন্য ছিল বাংলাদেশ। এবার কাবাডির কল্যাণে একসঙ্গে দুটি ব্রোঞ্জপদক এল।