ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইউআইটিএস আন্তঃকলেজ ফুটবল

চ্যাম্পিয়ন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ পেল এক লাখ টাকা পুরস্কার

চ্যাম্পিয়ন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ পেল এক লাখ টাকা পুরস্কার

ইউআইটিএস আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। গত বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর নিজস্ব খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে ঢাকা ইমপিরিয়াল কলেজকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমিটির আহ্বায়ক ও ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান এবং বাংলাদেশ ক্লাব ফুটবলের মহাতারকা, জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। টুর্নামেন্টে দেশের মোট ৩২টি কলেজ অংশগ্রহণ করে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নকআউট ভিত্তিতে গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল এই চার ধাপে। টানটান উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার পর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ বনাম ঢাকা ইমপিরিয়াল কলেজ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত