
ফুটবলের নতুন মৌসুমে ফুটবল লিগে দুই ম্যাচ খেললেও জয়ের দেখা মিলছিল না ঐতিহ্যবাহী আবাহনী ক্লাবে। অবশেষে সেই জয় তারা পেল ফেডারেশন কাপে। গতকাল শুক্রবার এ- গ্রুপের প্রথম ম্যাচে তারা ৪-২ গোলে হারায় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে। দিনের আরেক ম্যাচে গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জ ও ব্রাদার্স। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে আবাহনী। গোলের দেখা মিলে যায় পঞ্চম মিনিটে। জাফর ইকবালের পাস ধরে বক্সে ঢুকে পড়া দিয়াবাতেকে ফাউল করেন গোলকিপার সাজু আহমেদ। সফল স্পট কিকে আবাহনীকে এগিয়ে নেন দিয়াবাতেই।
সমতায় ফেরার ভালো সুযোগ ফকিরেরপুল পায় চতুর্দশ মিনিটে। বক্সের বাইরে থেকে মোস্তফা মাহমুদের নিচু শট গোলরক্ষক প্রীতম হাসানকে ফাঁকি দিলেও পোস্টে বাধা পায়। আবাহনী ব্যবধান দ্বিগুণ করে ৩৩ মিনিটে, মোরসালিনের গোলে। মাঝমাঠ থেকে দিয়াবাতের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে সামনে এগিয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। ছয় মিনিট পর আরেক সফল স্পট কিকে স্কোরলাইন ৩-০ করেন দিয়াবাতে। বক্সে মালির এই ফরোয়ার্ডকে মোহামেদ ফোফানা জার্সি টেনে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর আল আমিন দুটি ভালো সুযোগ নষ্ট করলেও চালকের আসনে থেকেই বিরতিতে যায় প্রতিযোগিতার রেকর্ড ১২বারের চ্যাম্পিয়ন আবাহনী।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় ফকিরেরপুল। মোস্তফা আব্দুলের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ঠিক ওপর থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন শান্ত। প্রীতম লাফিয়েও পাননি বলের নাগাল। কিছুটা সময় ধীরলয়ে খেলা আবাহনী ৬৩তম মিনিটে ব্যবধান ফের বাড়িয়ে নেয়। সতীর্থের কাটব্যাক থেকে ডান পায়ের শট লক্ষ্যভেদ করেন মোরসালিন। ছয় মিনিট পর বাম দিক দিয়ে বক্সে ঢুকে গোলমুখে পাস বাড়ান বেন ইব্রাহিম, টোকায় বাকি কাজটুকু সারেন রিয়াদ। তাতে ফকিরেরপুলের ম্যাচে ফেরার সম্ভাবনা টিকে থাকে, যদিও পরে আর তেমন কিছু করতে পারেনি তারা।
৭৯তম মিনিটে হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ নষ্ট করেন মোরসালিন। সতীর্থের আড়াআড়ি ক্রসে টোকা ঠিকই দিয়েছিলেন তিনি, কিন্তু বল যায় সরাসরি গোলরক্ষকের কাছে। একটু এদিক-ওদিক হলেই বল খুঁজে পেতে পারত ঠিকানা।
এদিকে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ব্রাদার্স লিগে গত রাউন্ডে আবাহনীকে ২-১ গোলে হারিয়েছিল। ফেডারেশন কাপে তারা পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে।