
তৃতীয়বারের মতো ঢাকায় বসছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আসর। আগামী ৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক আর্চারির এই টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল ঢাকার জাতীয় স্টেডিয়ামে। ভেন্যুটির নিয়ন্ত্রক জাতীয় ক্রীড়া পরিষদও সায় দিয়েছিল তাতে। কিন্তু হঠাৎ জটিলতা তৈরি হল ফুটবল ইস্যুতে। আফগানিস্তানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের কারণে ঢাকা জাতীয় স্টেডিয়াম থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। আগামী ১৩ অক্টোবর রাত ৮টায় ঢাকা স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ। এই প্রীতি ম্যাচটি হঠাৎ করেই হওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাতেই এলোমেলো আরচারির সাজানো বাগান। গত কয়েকদিন ধরে বাফুফে ও আর্চারি ফেডারেশনের মধ্যে এ নিয়ে চলছিল দেন দরবার।
গতকাল শনিবার বিকালে ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ সরকারের উপদেষ্টারা ও কূটনীতিকদের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। এ ম্যাচ খেলার পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ বিষয়ে পরিস্কার করেই বলেছেন, ‘আর্চারি চ্যাম্পিয়নশিপ ঢাকা স্টেডিয়ামে হবে না। বাংলাদেশ আর্মি বা কমলাপুর স্টেডিয়াম এশিয়ান আর্চারির ভেন্যু হতে পারে।’ ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘আমরা কাজ করছি আর্চারির জন্য কোন ভেন্যুটা ভালো হবে। এখানে যেহেতু প্রথমে আফগানিস্তান ও পরের ভারতের বিপক্ষে ফুটবল ম্যাচ আছে। তাই আর্চারি হওয়া সম্ভব না। টঙ্গীতে আরচারির ভেন্যু আছে। তবে সেটা ছোট। আন্তর্জাতিক প্রতিযোগিতা হওয়া সম্ভব না। এখানে করতে পারলে সবচেয়ে ভালো হতো। তবে আপনারা জানেন, এখন ফুটবল প্রাধান্য পাচ্ছে। আফগানিস্তান ও ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খুব কাছাকাছি সময়ে। তাই আমরা এখানে পারছি না। এখন যে জায়গায় করলে ভালো হবে সেখানেই আর্চারি আয়োজন করা হবে।’ ক্রীড়া উপদেষ্টার এই মন্তব্য নিয়ে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদের সঙ্গে হোয়াটসআপে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।
এদিকে আসন্ন আফগানিস্তান ও ভারত ম্যাচ সামনে রেখে আগামী ৩০ অক্টোবর জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১৮ নভেম্বরের এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচের আগে ১৩ নভেম্বর আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচেও তারকা ফুটবলার হামজা চৌধুরী এবং সমিত সোমের খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। এই দুই ফুটবলারের ক্লাব থেকে চূড়ান্ত ছাড়পত্রের জন্য যোগাযোগ করছে বাফুফে। এশিয়ান কাপের সম্ভাবনা ফুরিয়ে গেলেও, ১৮ নভেম্বরের বাংলাদেশ-ভারত ম্যাচের গুরুত্ব ভিন্ন। মর্যাদা ও উন্মাদনার দিক থেকে বছরের যে কোনো ম্যাচের চেয়ে এই ফুটবল লড়াই এগিয়ে। এই ম্যাচের আগে ১৩ নভেম্বর আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়া-মোরসালিনদের দল। বাফুফে জাতীয় দল ব্যবস্থাপনা এবং কম্পিটিশনস কমিটির সদস্য ইকবাল হোসেন নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এটা নিশ্চিত, ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে ১৩ নভেম্বর আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচে খেলবেন হামজা চৌধুরী।
তার ক্লাবের সঙ্গে এ বিষয়ে আলোচনা শেষ হয়েছে।’ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ বাছাইপর্বের ম্যাচের জন্য হামজা ও সমিতের খেলা নিশ্চিত হলেও, টিম কম্বিনেশনের জন্য টিম ম্যানেজমেন্ট আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচেও দুই তারকাকে চাইছে। লেস্টার সিটি ঝুঁকি এড়াতে হামজাকে আগের প্রীতি ম্যাচে খেলার অনুমতি দেয়নি তবে বর্তমানে তিনি সম্পূর্ণ ফিট আছেন এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিকে নিজের প্রস্তুতি হিসেবে দেখছেন। ক্যাম্প শুরুর সম্ভাব্য তারিখ ৩০ অক্টোবর নির্ধারণ হলেও, বসুন্ধরা কিংসের ফুটবলাররা এএফসি মিশনে কুয়েতে থাকায় তারা পরে দলে যোগ দেবেন। হেড কোচও শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন।
উল্লেখ্য, বাংলাদেশ ও মিয়ানমারের বিপক্ষে ম্যাচ খেলতে আফগানিস্তান দল ১০ নভেম্বর ঢাকা আসবে।