ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘গোল ও ছক্কার ফুলঝুড়ি’ প্রতিযোগিতা

বিকেএসপির প্রাথমিক বাছাইয়ে টিকল ৩২

বিকেএসপির প্রাথমিক বাছাইয়ে টিকল ৩২

বিকেএসপি পরিচালিত ‘গোল ও ছক্কার ফুলঝুড়ি’ প্রতিযোগিতার প্রাথমিক বাছাই সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সাভার বিকেএসপিতে প্রতিযোগিতার উদ্বোধন করেন পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান। ঢাকা বিকেএসপি ছাড়াও বিকেএসপির সব আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ও ময়মনসিংহের জেলা স্টেডিয়ামে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সারা দেশে ৮টি পরীক্ষাকেন্দ্রে ফুটবলে ২২১৫ জন এবং ক্রিকেটে ৬৭৪ জনসহ মোট ২৮৮৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্য থেকে প্রতি বিভাগর ফুটবলে ২ জন ও ক্রিকেটে ২ জন করে মোট ৩২ জনকে প্রাথমিক ভাবে নির্বাচন করা হয়েছে। আগামী ১ নভেম্বর ২০২৫, ঢাকা বিকেএসপিতে প্রাথমিক ভাবে বাছাইকৃত ৩২ জনের মধ্য থেকে চূড়ান্ত বাছাই করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত