ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় ক্রিকেট লিগ শুরু

মার্শালের ২৭তম সেঞ্চুরি আরিফুলের প্রথম

মার্শালের ২৭তম সেঞ্চুরি আরিফুলের প্রথম

আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতিপর্বের শুরুটা ভালো হলো না সাদমান ইসলামের। গতকাল শনিবার জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিনে রানের দেখা পাননি এই ওপেনার। ব্যর্থ হলেন কিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলামও। তবে সেঞ্চুরি দিয়ে আসর শুরু করলেন অভিজ্ঞ মার্শাল আইয়ুব। প্রথম শ্রেণির ক্রিকেটে মার্শালের ২৭তম সেঞ্চুরির পরও প্রথম দিনেই ২২১ রানে গুটিয়ে গেছে ঢাকা। জবাবে ২ উইকেটে ৬৫ রান রানে দিন শেষ করেছে রংপুর। রংপুরের ইনিংসে শুরুতেই ফিরেছেন মোসাদ্দেক। থিতু হয়ে শেষ বেলায় ফিরেছেন নবিন ইসলাম। ৩৩ রানে ব্যাট করছেন ওপেনার আব্দুল্লাহ আল মামুন। তার সঙ্গী আবু হাশিম এখনও রানের দেখা পাননি।

এর আগে সিলেট একাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ঢাকা। মাত্র ১৩ রানে হারায় ৩ উইকেট। ৮ বল খেলে রানের খাতা খুলতে পারেননি সাদমান। মেহেদি হাসানের বলে কট বিহাইন্ড হন বাঁহাতি এই ওপেনার। রনি তালুকদারও ধরা পড়েন আকবর আলির গ্লাভসে। ১২ রান করে আশিকুর রহমান শিবলি বোল্ড হয়ে যান মেহেদি হাসানের বলে। এরপর সেরা জুটি পায় ঢাকা। জিশান আলমের সঙ্গে মার্শালের দারুণ জুটিতে এগিয়ে যায় তারা। ব্যক্তিগত ৬৪ রানে জিশান রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লে ছন্দপতন ঘটে। এরপর নিয়মিত উইকেট হারিয়ে গুটিয়ে যায় ঢাকা। দলটি শেষ ৭ উইকেট হারায় কেবল ৫০ রানে। রিপন মণ্ডল ছাড়া শেষ ৬ ব্যাটসম্যানের আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি। সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ১৩ চারে ১৬১ বলে ১০৫ রান করেন মার্শাল। জিশান পরে মাঠে ফিরলেও তেমন কিছু করতে পারেননি। ১০৮ বলে এক ছক্কা ও আট চারে তিনি থামেন ৭১ রানে। ৪৭ রানে ৩ উইকেট নিয়ে রংপুরের সেরা বোলার আবু হাশিম।

ময়মনসিংহের অভিষেকে আরিফুলের সেঞ্চুরি : বিভাগ হওয়ার লম্বা সময় পর ২৭তম আসর দিয়ে জাতীয় ক্রিকেট লিগে অভিষেক হলো ময়মনসিংহের। দলের বিশেষ দিনটি প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি দিয়ে রাঙালেন তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান আরিফুল ইসলাম। পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন আব্দুল মজিদ। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে ময়মনসিংহের রান ৭ উইকেটে ২৬৮। ১৬ রানে ব্যাট করছেন আবু হায়দার। ১০ রানে ব্যাট করছেন শহিদুল ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত