ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পদকজয়ী কাবাডি দলের জন্য বড় পুরস্কার ঘোষণা

পদকজয়ী কাবাডি দলের জন্য বড় পুরস্কার ঘোষণা

বাহরাইনে তৃতীয় এশিয়ান যুব গেমসে সাফল্য পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা কাবাডি দলের জন্য ১০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার পুলিশ হেডকোয়ার্টারে কাবাডি ফেডারেশনের সভাপতি এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম এই ঘোষণা দেন। এদিন তার দপ্তরে খেলোয়াড়রা দেখা করতে গেলে এমন পুরস্কার ঘোষণা করা হয়। কাবাডি দলের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে ফেডারেশনের সভাপতি বাহারুল আলম বলেছেন, ‘এই তরুণ খেলোয়াড়রা দেশের জন্য যে গৌরব এনেছে, তা অনুপ্রেরণাদায়ক। তাদের এই ঐতিহাসিক অর্জনে আমরা গর্বিত। ভবিষ্যতে তাদের আরও ভালো খেলার জন্য আমরা সব ধরনের সহায়তা অব্যাহত রাখব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত