ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাফুফের বছরান্তের সভায় শুধু সাফল্যের ফিরিস্তি

বাফুফের বছরান্তের সভায় শুধু সাফল্যের ফিরিস্তি

এক বছর পূর্ণ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান কমিটির। বছর পুরনে গতকার রোববার নির্বাহী কমিটির সভায় বসেন কর্তারা। সভায় ছয়টি আলোচ্যসূচি থাকলেও গঠনতন্ত্র সংশোধন নিয়ে আলোচনা এবং গত এক বছর বাফুফের সাফল্য কমর্কাণ্ডের ফিরিস্তি দিয়েই প্রায় ঘণ্টা চারেকের সভা শেষ হয়। সভা শেষে নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘তাবিথ আউয়ালের নেতৃত্বে বাফুফে নির্বাহী কমিটি এক বছর অতিক্রম করল।

এই উপলক্ষে বাফুফে সভাপতি নির্বাহী কমিটির সবাইকে এবং আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমরা এক বছর অনেক ফুটবল কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। ব্যর্থতা থাকলে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত