
চলতি বছরের মার্চে বিকেএসপিতে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তামিম ইকবাল। মুমূর্ষু অবস্থায় তৎকালীন মোহামেডান অধিনায়ককে হাসপাতালে নেওয়া হয়। তিনি বেঁচে ফিরেছেন। কিন্তু ফিরলেন না জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগীয় দলের ফিজিও হাসান আহমেদ। গতকাল সোমবার খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিনের খেলা চলাকালে মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেয়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন দুপুর ১২টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন হাসান আহমেদ। দ্রুত তাকে অ্যাম্বুলেন্স যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানেই দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বরিশাল বিভাগীয় দলের ড্রেসিং রুমে। ম্যাচ শেষে দলের ক্রিকেটার ও অফিসিয়ালরা ছুটে যান হাসপাতালে। ডা. হাসান আহমেদের বাড়ী বরিশালের মেহেদীগঞ্জে। বরিশালের ফিজিওর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ৪৭ বছর বয়সী এই ফিজিও আজ খুলনায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের মধ্যকার ২৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ চলাকালীন তৃতীয় দিনের খেলায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মৃত্যুবরণ করেন।
বিবৃতিতে আরও জানায়, হাসান আহমেদ দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বরিশাল বিভাগীয় দলের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ট্রমা ভিকটিমস-এর (বিআরসিটিভি) প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জাতীয় দলের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরবেন এবং ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করেন। এনসিএলের প্রথম রাউন্ডের চতুর্থ দিনের খেলায় মাঠে নামা অন্যান্য দলগুলোও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে বলে জানিয়েছে বিসিবি।