ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

প্রথম সেট জিতে আশা জাগানিয়া শুরু। কিন্তু এরপর ছন্দ হারিয়ে শুধু পেছন পানেই ছুটল বাংলাদেশ! হেরে বসল টানা তিন সেট। টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ নিয়ে কাভা ভলিবল কাপের রাউন্ড রবিন লিগ শেষ করল দল।

গতকাল সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে এই প্রতিযোগিতায় শুভসূচনা করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে জমজমাট লড়াইয়ের পর নেপালের বিপক্ষে জিতেছিল ৩-২ সেটে। শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারানোর পর চতুর্থ ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে ৩-২ সেটে হারে বাংলাদেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত