ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘এই পুরস্কার ভালো খেলতে অনুপ্রাণিত করবে’

‘এই পুরস্কার ভালো খেলতে অনুপ্রাণিত করবে’

‘আমি প্রধান উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় ক্রীড়া পরিষদকে ধন্যবাদ জানাই। এই পুরস্কার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপে আমাদের ভালো করতে অনুপ্রাণিত করবে। আমরা দেশের হয়ে খেলে সাফল্য আনছি, সরকার আমাদের সম্মানিত করছে এতে আমরা খুশি।’ তিন মাস পর গতকাল বুধবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রতিশ্রুত অর্থ পুরস্কার পেয়ে নিজের অনুভূতি এভাবেই প্রকাশ করেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। জাতীয় ক্রীড়া পরিষদে জাতীয় নারী ফুটবল দল ও অনূর্ধ্ব-১৮ নারী হকি দলকে একসঙ্গে ৭১ লাখ টাকার প্রতিশ্রুতি অর্থ পুরস্কার দেওয়া হয়। যার মধ্যে নারী এশিয়ান কাপে বাংলাদেশ প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করায় ৫০ লাখ এবং অ-১৮ নারী এশিয়া কাপে প্রথম অংশ নিয়েই ব্রোঞ্জ জেতায় নারী হকি দলকে ২১ লাখ টাকা তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। নারী হকি দলের প্রত্যেকে ৯৫ হাজার আর ফুটবল দলের প্রত্যেকে এক লাখ ৬১ হাজার টাকার করে পেয়েছেন। তবে বাফুফে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনাদের জন্য দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করেছিল। এক বছর হয়ে গেলেও সেই অর্থ এখনও দেয়নি বাফুফে। এ বিষয়ে আফঈদার কথা, ‘এখানে কিছু বলার নেই। আমরা ফেডারেশনকে বলেছি, তারা বলছে দিয়ে দেবে।’

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল লাওসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-৬ গোলের ব্যবধানে হেরেছে এই হাই লাইন ডিফেন্সের জন্য। থাইল্যান্ডেও একই ঘটনার পুনরাবৃত্তি। বড় প্রতিপক্ষের সঙ্গে নিজেদের অর্ধে সেন্টার হাফের কাছে ডিফেন্স লাইন রাখছেন বাটলার। এতে সহজেই প্রতিপক্ষের গতিশীল ফরোয়ার্ডরা বাংলাদেশের ডিফেন্ডারদের পরাস্ত করে গোলের পর গোল করছেন। অনুষ্ঠানে এসে ব্রিটিশ কোচ পিটার বাটলারের কথা, ‘আপনার পছন্দ হোক বা না হোক, হাই-লাইন ডিফেন্স আমাদের সিস্টেমের অংশ এবং এটা থাকবেই। আমি পরিবর্তন করি, কিন্তু মূল ধারাটা বদলাই না। দলের সফলতা, ব্যর্থতার মতো হাই লাইন ডিফেন্স নিয়েও আমি দায়বদ্ধ। বাংলাদেশ এশিয়া কাপে উঠেছে, সাফ চ্যাম্পিয়ন হয়েছে হাই লাইন ডিফেন্স খেলেই।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত