
আফগানিস্তানের বিপক্ষে আগামী ১৩ নভেম্বরের প্রীতি ম্যাচটি বাতিল হওয়ার পর, দ্রুত বিকল্প খুঁজে নিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একই দিনে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে আফগানিস্তান ও মিয়ানমার ম্যাচ হওয়ার কথা ছিল ঢাকায়, কিন্তু এএফসি জানায় ম্যাচটি ঢাকায় হচ্ছে না। ম্যাচ আয়োজনের জন্য সব আয়োজন করে রাখা বাফুফে এই সিদ্ধান্তে হতাশ। এএফসির কাছ থেকে বাফুফে যে চিঠি পেয়েছে, সেখানে আফগানিস্তান ও মিয়ানমারের মধ্যকার ম্যাচ স্থগিতের কারণ হিসেবে ‘অপ্রতুল সময়’ উল্লেখ করা হয়। বিবৃতিতে বাফুফে জানিয়েছে ওই যুক্তিতে সন্তুষ্ট হতে পারেনি তারা। এ কারণে এএফসি ও মিয়ানমার ফুটবল ফেডারেশনের কাছে চিঠি দিয়ে ‘আনুষ্ঠানিক আপত্তি’ জানিয়েছে বাংলাদেশের ফুটবলের নিয়ন্তা সংস্থা।
পাশাপাশি ‘পুনর্বিবেচনা বা বিকল্পভাবে’ মিয়ানমার-আফগানিস্তানের ১৮ নভেম্বরের ম্যাচটি ‘স্থগিত’ রেখে ২০২৬ সালের মার্চ মাসে বাংলাদেশেই আয়োজনের অনুরোধ জানিয়েছে বাফুফে। ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দলেরই বাছাই পেরুনের আশা শেষ হয়ে গেছে আগেই।
এই ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে আজ। এবারও ক্যাম্পের শুরু থেকে হামজাকে পাওয়া যাবে না। ফিফার ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১০ থেকে ১৮ নভেম্বর আন্তর্জাতিক ম্যাচ খেলার বিরতি। লেস্টার সিটিতে খেলা মিডফিল্ডার হামজা দেশে আসতে পারেন ৯ নভেম্বর। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয় দলের ম্যানেজার আমের খান বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আগামীকাল থেকে ক্যাম্প শুরু হলেও এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে কুয়েতে যাওয়ায় বসুন্ধরা কিংসের খেলোয়াড়েরা যোগ দেবেন ১ নভেম্বরের পর।
আমের বলেন, ‘ভারত ম্যাচের কথা মাথায় রেখে আগামীকাল থেকেই আমরা ক্যাম্প শুরু করছি। বসুন্ধরা কিংসের খেলোয়াড়েরা কুয়েতে আছেন। তারা আসার পর ক্যাম্পে যোগ দেবে। এখন পর্যন্ত এটাই সিদ্ধান্ত যে হামজা আসছেন ৯ নভেম্বর।’ গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছিল হামজার। এর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচ খেলে ২ গোল ও সতীর্থকে দিয়ে ১ গোল করিয়েছেন।