ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হাসপাতালে মাহমুদউল্লাহ, দোয়া চাইলেন স্ত্রী

হাসপাতালে মাহমুদউল্লাহ, দোয়া চাইলেন স্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া লিগে নিয়মিত খেলে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে চোটের কারণে চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলছেন না এই অলরাউন্ডার। সেই চোট থেকে সেরে উঠার আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ডেঙ্গুতে আক্রান্ত মাহমুদউল্লাহ। বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারের সুস্থতার জন্য সামাজিকমাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাউসার। হাসপাতালের বিছানায় ঘুমন্ত মাহমুদউল্লাহর একটি ছবি গতকাল বৃহস্পতিবার ফেইসবুক পাতায় পোস্ট করে জান্নাতুল লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসে, তখন বিপদণ্ডআপদ দিয়ে পরীক্ষা করেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক দয়ালু আপনাদের প্রার্থনায় তাকে (মাহমুদউল্লাহ) রাখবেন।’

কয়েক দিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন মাহমুদউল্লাহ। পরে পরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। ৩৯ বছর বয়সী ক্রিকেটার এখন সুস্থতার পথে বলে জানা গেছে বিসিবির মেডিকেল বিভাগ থেকে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, কিছুদিন ধরে জ্বরে ভুগছেন মাহমুদউল্লাহ। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথম আলোকে দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘জ্বর নিয়ে তিন-চার দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদউল্লাহ। তবে এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে আছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত