
দারুণ ছন্দে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তাই কম গুরুত্বপূর্ণ ম্যাচে এই ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে ঝুঁকি নিতে চান না রিয়াল মাদ্রিদ কোচ জাাবি আলোন্সো। কারণ, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে আট দিনে ক্লাবটিকে খেলতে হবে তিনটি ম?্যাচ। তাই ছন্দে থাকা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে বিশ্রাম দেওয়ার কথাও ভাবছেন তিনি। আজ লা লিগায় ভালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল। ম্যাচটি শেষের ৭০ ঘণ্টা পর তারা চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামবে লিভারপুলের বিপক্ষে। এরপর, আগামী ৯ নভেম্বর লা লিগায় খেলবে রায়ো ভাইয়েকানোর মাঠে। ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে আলোন্সো বললেন, আপাতত পরের দুই ম্যাচ নিয়ে একদমই ভাবছেন না তিনি। ‘ইতিবাচক একটি সপ্তাহের পর আরেকটি চ্যালেঞ্জিং সপ্তাহ আসছে। লিগে দুটি ম্যাচ, অন্যটি চ্যাম্পিয়ন্স লিগে। আমরা এটা ইতিবাচকভাবে শেষ করতে চাই। যেটা শুরু হবে আগামীকালকের (আজ) ভালেন্সিয়া ম্যাচ দিয়ে।’
লা লিগায় ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। শিরোপাধারী বার্সেলোনার চেয়ে তারা এগিয়ে ৫ পয়েন্টে। এতে বড় ভূমিকা আছে এমবাপ্পের। ১০ ম্যাচে তিনি করেছেন ১১ গোল। আসরে আর কেউ ছয়টির বেশি গোল করতে পারেননি। চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচেই জিতেছে রেয়াল। এখানেও সর্বোচ্চ গোল করেছেন তিনি; ৫ গোল করে হ্যারি কেইনের সঙ্গে যৌথভাবে শীর্ষে। এমবাপ্পের কাছ থেকে আরও অনেক গোল চান আলোন্সো। তবে ফরাসি তারকাকে বিশ্রাম দেওয়ার প্রয়োজনও অনুভব করছেন তিনি। ‘সে (ধারাবাহিকভাবে) গোল করেছে এবং গোল করে যাবে। তার প্রতিদিনের রুটিন দুর্দান্ত। সে সবকিছু দারুণ পরিপক্কতার সঙ্গে সামলাচ্ছে, যা খুব গুরুত্বপূর্ণ। দলের অন্যদেরও আমাদের সহায়তা করতে হবে, যেন ওরাও গোল করতে পারে। কত মিনিট একজন খেলোয়াড় খেলছে, এটা নিয়ে সবসময়ই আমার চিন্তা থাকে। খেলোয়াড়দের অতিরিক্ত চাপ দিতে চাই না। কতটুকু প্রচেষ্টা প্রয়োজন, ওদের ওপর কতটা প্রত্যাশা করা উচিত, এ নিয়ে সতর্ক থাকতে হবে। এমন সময় আসে, যখন সেই সব মুহূর্ত সামাল দিতে হবে। এমবাপ্পের ক্ষেত্রে বিষয়গুলো এমনই; তবে দেখা যাক সামনে কী করা যায়।’ বার্সেলোনার বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে তুলে নেওয়ার সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ভিনিসিউস জুনিয়র, তা নিয়ে হয়েছে তীব্র সমালোচনা। এরই মধ্েয অবশ্য সেদিনের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। আলোন্সো বললেন, সেদিনই ওই ঘটনা নিয়ে ঝামেলা মিটে গেছে। তবুও অনেক প্রশ্ন হলো- ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে, বিরক্তও হলেন কোচ। আলোন্সো কোচ হয়ে আসার পর এখনও খেলার সুযোগ পাননি আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক। সময়-সুযোগ মিলে গেলে তাকে খেলানোর আভাস দিলেন তিনি।