ঢাকা শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ | বেটা ভার্সন

আরিশা-ফাইজা চ্যাম্পিয়ন

আরিশা-ফাইজা চ্যাম্পিয়ন

আন্ত:জেলা বয়সভিত্তিক নারী ব্যাডমিন্টনের অনূর্ধ্ব-১৪ জুনিয়র গ্রুপে ময়মনসিংহের আরিশা এবং অনূর্ধ্ব-১৯ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন চট্টগ্রামের ফারিয়া ফাইজা। এছাড়া অনূর্ধ্ব-১৪ গ্রুপের দ্বৈতে ময়মনসিংহের আরিশা ও ইশিকা জুটি চ্যাম্পিয়ন এবং সিরাজগঞ্জের লাইলাতুল জান্নাত ও সাওদা রহমান জুটি রানার্সআপ হয়।

অনূর্ধ্ব-১৯ গ্রুপের দ্বৈতে চট্টগ্রামের ফারিয়া ফাইজা ও যোবায়দা আলী জুটি চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার হুমায়রা সাদিয়া ও রিফা তাসফিয় জুটি রানার্সআপ হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত