
ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টের ভেন্যু পর্যায়ের খেলা শুরু হয়েছে। গতকাল রোববার রাজশাহী ভেন্যুতে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় রংপুর জেলা ৫-০ গোলে জয়পুরহাট জেলাকে হারিয়েছে। একই ভেন্যুতে দ্বিতীয় খেলায় ঠাকুরগাঁও জেলা ২-০ গোলে দিনাজপুর জেলাকে হারায়।