
যে ক্লাবের হয়ে ফুটবলে পথচলা শুরু ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের, যেখানে কাটিয়েছেন দুই দশকের বেশি সময়, উপভোগ করেছেন দারুণ সব সাফল্য, সেখানেই এবার তিনি ফিরতে যাচ্ছেন প্রতিপক্ষ বেশে। তাই, এক সময়ের প্রিয় ঠিকানা লিভারপুলের পরিবেশ এবার তার জন্য হয়ে উঠতে পারে বৈরী। তবে যা কিছুই হোক না কেন, দর্শকরা যতই ক্ষোভ প্রকাশ করুক, কোনো কিছুতেই লিভারপুলের প্রতি তার ভালোবাসা কমবে না, জানালেন ইংলিশ তারকা। চ্যাম্পিয়ন্স লিগে পরের রাউন্ডে আজ লিভারপুলের মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ। অ্যানফিল্ডে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। গত জুনে যে দলে যোগ দেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। লিভারপুলে জন্ম ও বেড়ে ওঠা অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ক্লাবটির একাডেমিতে আলো ছড়িয়ে মূল দলে জায়গা করে নিয়েছিলেন। এই ক্লাবের হয়ে তিনি জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ আরও কয়েকটি শিরোপা। তবে গত মৌসুমে ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। লিভারপুলে তার নতুন চুক্তি না করার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন ক্লাবটির সমর্থকরা। এজন্য গত মে মাসে আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে তাকে দুয়ো দেন কিছু লিভারপুল সমর্থক। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার চার মাসের মাথায় সাবেক ক্লাবের মুখোমুখি হতে যাচ্ছেন, সেটাও আবার অ্যানফিল্ডেই, লিভারপুলের সমর্থকরা তাকে কিভাবে গ্রহণ করবেন?- অনেকের মনেই প্রশ্নটা কৌতুহলের জন্ম দিচ্ছে। ভাবছেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডও। তবে অ্যামাজন প্রাইমকে দেওয়া সাক্ষাৎকারে এমন এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, সেখানে যা কিছুই হোক না কেন, লিভারপুলের প্রতি অনুভূতিতে কোনো পরিবর্তন আসবে না। ‘যেভাবেই আমাকে গ্রহণ করা হোক না কেন, তা ভক্তদের সিদ্ধান্ত।