ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ | বেটা ভার্সন

ফিফপ্রো বিশ্ব সেরা একাদশে ইয়ামাল

ফিফপ্রো বিশ্ব সেরা একাদশে ইয়ামাল

২০২৫ সালে নারী ও পুরুষ ফুটবলে বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব প্রফেশনাল ফুটবলার্স (ফিফপ্রো)। এবারের তালিকায় সবচেয়ে কম বয়সি খেলোয়াড় হিসেবে বার্সেলোনা তরুণ তুর্কি লামিন ইয়ামাল জায়গা করে নিয়ে ইতিহাস রচনা করেছেন। তালিকায় আধিক্য পেয়েছে ট্রেবল জয়ী পিএসজির দলে খেলোয়াড়রা। সর্বোচ্চ পাঁচ খেলোয়াড় এই দল থেকে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। মাত্র ১৮ বছর বয়সে ফিফপ্রো সেরা একাদশে সুযোগ পেয়ে আরও একটি রেকর্ড গড়েছেন ইয়ামাল। এর আগে ২০১৮ সালে ফরাশি তারকা কিলিয়ান এমবাপ্পে ১৯ বছর বয়সে বর্ষসেরা এই দলে জায়গা করে নিয়েছিলেন। ৬৮টি দেশের ২০ হাজারেরও বেশি পেশাদার ফুটবলারদের ভোটে প্রতি বছর বর্ষসেরা একাদশ বাছাই করা হয়। ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ২০২৫ সালের ৩ আগস্ট পর্যন্ত যে সমস্ত খেলোয়াড় অন্তত ৩০টি অফিসিয়াল ম্যাচে খেলেছে তাদেরকেই ভোটের জন্য বেছে নেওয়া হয়েছে। সেরা একাদশে গোলরক্ষক হিসেবে নাম লিখিয়েছেন পিএসজির ইতালিয়ান তারকা গিয়ানলুইগি ডোনারুমা। যিনি বর্তমানে ম্যানচেস্টার সিটিতে খেলছেন। ২০২৫ সালের বর্ষসেরা একাদশে রয়েছে আইকনিক খেলোয়াড় ও সম্ভাবনাময় তরুণদের মিশেল। এমবাপ্পে ও ভার্জিল ফন ডিক ধারাবাহিক পারফরমেন্সে তাদের জায়গা ধরে রেখেছেন। এমবাপ্পে এনিয়ে ষষ্ঠ ও ফন ডিক পঞ্চমবারের মতো বিশ্বসেরা একাদশে জায়গা পেলেন। অন্যদিকে নতুন মুখ হিসেবে এই দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন নুনো মেনডেস, ভিটিনহা, পেড্রি, কোল পালমার, ওসমানে ডেম্বেলে ও ইয়ামাল। নতুন প্রজন্মের ফুটবলার হিসেবে এলিট ক্লাবে তােেদ যাত্রা শুরু হলো। ২০০৫ সালে প্রথমবারের মতো পেশাদার ফুটবলারদের এসোসিয়েশন বিশ্ব সেরা একাদশ ঘোষণা করে। এটি একমাত্র আঞ্চলিক ফুটবল অ্যাওয়ার্ড যা শুধুমাত্র পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত হয়। বর্ষসেরা নারী ফুটবল একাদশে সর্বোচ্চ ৬ জন রয়েছেন ইংল্যান্ডের। চেলসি ডিফেন্ডার ব্রোঞ্জ এবার অষ্টমবারের মতো এই দলে জায়গা পেয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত