ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশে আসছেন বিশ্বকাপজয়ী ফুটবলার

বাংলাদেশে আসছেন বিশ্বকাপজয়ী ফুটবলার

বিশ্বকাপজয়ী অনেক ক্রীড়াবিদই বাংলাদেশ সফর করে গেছেন। তাদের মধ্যে অন্যতম জিনেদিন জিদান, লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ এবং সর্বশেষ এসেছিলেন রোনালদিনহো। এবার প্রথমবারের মতো ঢাকায় পা রাখতে যাচ্ছেন তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলা ফুটবল ইতিহাসের একামাত্র ফুটবলার কাফু। তার সঙ্গী হতে পারেন আর্জেন্টাইন কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতা, হুয়ান সাবেস্তিয়ান ভেরন কিংবা ক্লাদিও ক্যানিজিয়াদের কোনো একজন। আগামী ডিসেম্বরে এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের তত্ত্বাবধানে কনমেবল ও বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল আসর ‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ ২০২৫’। ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতা চলবে ৫ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত।

এই প্রীতি টুর্নামেন্টের শেষ দিনে ঢাকায় উপস্থিত থাকবেন কাফু, তার সঙ্গে থাকবেন এক আর্জেন্টাইন কিংবদন্তিও। আয়োজক সূত্রে জানা গেছে, ক্লাদিও ক্যানিজিয়ার সঙ্গে আলোচনা অনেকটাই চূড়ান্ত পর্যায়ে, এবং দুই-এক দিনের মধ্যেই চুক্তি সম্পন্ন হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এ প্রসঙ্গে এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম.ডি. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের সঙ্গে কাফুর চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি আগামী ১১ ডিসেম্বর সকাল ৮টায় ঢাকায় আসবেন। এছাড়া আমরা একজন আর্জেন্টাইন কিংবদন্তিকেও আনতে চাই। কয়েকজনের সঙ্গে আলোচনা চলছে, চূড়ান্ত হলে জানাবো।’ যদিও শুরুতে তিনি কার সঙ্গে আলোচনা হচ্ছে তা জানাতে অনীহা প্রকাশ করেছিলেন, পরে জানান- ভেরন, বাতিস্তুতা ও ক্যানিজিয়ার মধ্যে একজনকে বাংলাদেশে আনার চেষ্টা চলছে। তিনি প্রতিশ্রুতি দেন, এই তিনজনের মধ্য থেকে অন্তত একজন ঢাকায় আসবেনই। এরইমধ্যে আয়োজকরা কাফুর একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। সেখানে ব্রাজিলিয়ান এই কিংবদন্তি বলেন, ‘হ্যালো বাংলাদেশি, আমি কাফু। আগামী মাসে আমি আশা করছি ঢাকায় তোমাদের সঙ্গে দেখা হবে।’

মূলত একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়েই ঢাকায় আসছেন এই ফুটবল কিংবদন্তিরা। আসরে অংশ নেবে তিনটি দল- আর্জেন্টিনা থেকে অ্যাতলেটিকো সার্লোনে ক্লাবের অধীনস্থ তরুণ ফুটবলারদের একটি দল, ব্রাজিল থেকে সাও বার্নার্দো ক্লাবের প্রতিনিধিত্বকারী একটি দল, এবং বাংলাদেশের পক্ষ থেকে স্থানীয়ভাবে নির্বাচিত একটি দল। টুর্নামেন্টের প্রথম দিনে অর্থাৎ, ৫ ডিসেম্বর প্রথম দিনে ব্রাজিলের দলের সঙ্গে খেলবে বাংলাদেশের দলটি। এরপর আর্জেন্টিনার দলের বিপক্ষে স্বাগতিকরা খেলবে ৮ ডিসেম্বর। ১১ ডিসেম্বর শেষ দিনে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত