ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জাহানারার পাশে ক্রীড়া উপদেষ্টা

জাহানারার পাশে ক্রীড়া উপদেষ্টা

একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলে অভিযোগ তুলেছেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। তার অভিযোগ, জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে যৌন হয়রানি করেছিলেন। গুরুতর এ অভিযোগ তোলার পর চারদিকে হইচই পরে যায়। বিসিবি রাতেই তদন্ত কমিটি গঠন করেছে। যা ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। এবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জাহানারার বিষয়টি ক্রীড়া মন্ত্রণালয়ের নজরেও এসেছে। সাবেক এই ক্রিকেটারের সঙ্গে এরইমধ্যে যোগাযোগ করেছে মন্ত্রণালয়, এবং সরকারি সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরকে বলেছেন, ‘আমাদের দফতর থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, সেহেতু সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হবে যেন জড়িত কেউ শাস্তি এড়িয়ে যেতে না পারে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত