
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ফিরতি লেগে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের দর্শকদের জন্য দুঃসবাদ, বাড়ছে টিকিটের দাম। সূত্রে জানা গেছে, সাধারণ গ্যালারির টিকিটের মূল্য চারশ’ থেকে বাড়িয়ে পাঁচশ’ টাকা করা হয়েছে। এছাড়া ক্লাব হাউজ-২ এর মূল্য দুই হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা ধার্য্য করা হয়েছে। অন্য গ্যালারির টিকিট মূল্যও আনুপাতিক হারে বাড়বে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘প্রতিবেশি দেশ ভারত। এই দলটির বিপক্ষে টিকিটের চাহিদাও অনেক বেশি। তাই ইচ্ছে করেই আমরা বাংলাদেশ ও ভারত ম্যাচের টিকিটের দাম বাড়াচ্ছি। তবে খুব বেশি বাড়াইনি কিন্তু।’ এর আগে বাংলাদেশ ও সিঙ্গাপুর এবং বাংলাদেশ ও হংকং ম্যাচের সাধারণ গ্যালারির টিকিট মূল্য চারশ’ ও ক্লাব হাউস-২ এর টিকিট মূল্য ছিল দুই হাজার টাকা।