
তার হাত ধরেই বাংলাদেশে যাত্রা শুরু হয়েছিল তীর ধনুকের খেলা আর্চারির। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকও তিনিই। গত বছর দেশে গণঅভ্যুত্থানে সরকার পতনের পর গঠিত হয় আর্চারির অ্যাডহক কমিটি। সেই কমিটিতে প্রথমে সাধারণ সম্পাদক হিসেবে রাখা হলেও পরে সেখান থেকে সরিয়ে সদস্য পদ দেয়া হয় কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলকে। এবার দেশে নয়, গোটা এশিয়ার আর্চারির দায়িত্ব নিলেন তিনি। বড় জয় পেয়ে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের জাতীয় পুরস্কার পাওয়া এ সংগঠক। গতকাল শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার কংগ্রেস ও নির্বাচন। সেখানেই ইতিহাস গড়লেন চপল। এই প্রথম কোনো বাংলাদেশি বসলেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার শীর্ষ আসনে। সভাপতি পদে কাজী রাজীব ২৯-৯ ভোটে হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার থমাস হান-কে।
তার উদ্যোগেই এবার তৃতীয়বারের মতো ঢাকায় বসেছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আসর। গতকাল জাতীয় স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে ২৪তম আসরের। টুর্নামেন্টটির স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যানও তিনি। এর আগে দুই মেয়াদে ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার প্রথম সহ-সভাপতি ছিলেন এই শিল্পপতি। সভাপতি পদে নির্বাচন প্রার্থী ছিলেন দু’জন। দক্ষিণ কোরিয়ার টমাস হান ও বাংলাদেশের চপল। কোরিয়ার হান এশিয়ান আর্চারির বর্তমান সাধারণ সম্পাদক। তিনি বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি হুন্দাই গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাও। গতকাল ঢাকায় শুরু হয়েছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। দুপুরের পর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হয় এশিয়ান আর্চারির কংগ্রেস ও নির্বাচন। ভোট গ্রহণ শুরু হয় বেলা তিনটা ১৫ মিনিট থেকে। শেষ হয় বিকাল ৪টায়। বর্তমান সভাপতি চুং ঢাকায় আসেননি। অনলাইন ভোটিংয়ে নতুন সভাপতি নির্বাচন করেন ভোটাররা। ফল ঘোষণার পর হাততালি দিয়ে সবাই নতুন সভাপতিকে অভিনন্দন জানান। বাংলাদেশের আর্চারির প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দীন চপল সংগঠক হিসেবে অভিজ্ঞ। বর্তমানে ওয়ার্ল্ড আর্চারির ইলেকটোরাল বোর্ডের সদস্য, ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। এশিয়ান আর্চারির এবারের আসরের লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।