ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পাকিস্তানের সামনে অসহায় আত্মসর্পণ বাংলাদেশের

পাকিস্তানের সামনে অসহায় আত্মসর্পণ বাংলাদেশের

হকিতে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে প্রত্যাশিত ফলই এসেছে। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বাংলাদেশকে ৮-২ গোলে হারিয়েছে পাকিস্তান।

বিশ্বকাপ বাছাই প্লে-অফ সিরিজের অংশ এটি। ৪ মিনিটে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন রোমান সরকার। নিজেদের বক্সে সফরকারী দলের এক খেলোয়াড়ের স্টিক হিট লাগে বাংলাদেশ ডিফেন্ডারের মাথায়। এরপর স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে নেওয়া হয় তাকে। পরে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

শুরুতেই অভিজ্ঞ খেলোয়াড়কে হারানোর সঙ্গে সঙ্গে দুঃসংবাদও পায় স্বাগতিকরা। ফাউলের বাঁশি বাজান রেফারি। চার মিনিটেই পেনাল্টি স্ট্রোক থেকে আম্মাদ শাকিল ভাটের গোলে লিড নেয় পাকিস্তান। ১৫ মিনিটে হুজাইফার রিভার্স হিটে ১-১ গোলে সমতায় ফেরে বাংলাদেশ। চার মিনিট পর নাদিমের গোলে ২-১ ব্যবধানে ফের এগিয়ে যায় পাকিস্তান। ২৪ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে ব্যবধান ৩-১ করেন আফরাজ। এ সময় টানা তিনটি পিসি পায় পাকিস্তান। ২৮ মিনিটে নুরুজ্জামান নয়নের দারুণ সেভে গোলবঞ্চিত হয় পাকিস্তান। ফিরতি শট নিলে ফের পেনাল্টি কর্ণার পায় সফরকারীরা।

দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলের ব্যবধান ৪-১ করেন আফরাজ। শেষ দুই কোয়ার্টারেও দাপট ধরে রাখে পাকিস্তান। ৩২ মিনিটে ব্যবধান ৫-১ করেন গজনফর আলী। ৪৪ মিনিটে ষষ্ঠ গোলটি আসে রানা ওয়াহিদ আশরাফের কাছ থেকে। ৪৭ মিনিটে ফিল্ড গোলে পাকিস্তান সপ্তম স্বর্গে ভাসান হান্নান শহীদ। ৫৬ মিনিটে নাদিম আহমেদ অষ্টম গোল এনে দেন। ৫৮ মিনিটে বাংলাদেশের হয়ে পেনাল্টি কর্ণার থেকে ব্যবধান কমান আমিরুল ইসলাম। আজ বিকাল ৩টায় এ মাঠেই হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত