ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ম্যাচসেরা হয়েও জয়ের আক্ষেপ

ম্যাচসেরা হয়েও জয়ের আক্ষেপ

সিলেট টেস্টের জয়ের নায়ক বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয়। সাত মাস পর নিজের প্রত্যাবর্তন রাঙিয়েছেন দারুণ এক সেঞ্চুরিতে।

অথচ সেঞ্চুরির ইনিংসটিকে মাহমুদুল রূপ দিতে পারতেন ডাবল কিংবা আরো বড় কিছুতে। সিলেটে আয়ারল্যান্ডের ঢিলেঢালা বোলিংয়ের বিপক্ষে দ্বিতীয় দিনেই ১৬৯ রান তুলে নিয়েছিলেন তিনি। যে দাপটে ব্যাটিং করছিলেন, যে ছন্দে ২২ গজে ব্যাট ঘোরাচ্ছিলেন মনেই হচ্ছিল না টেস্ট দলে ফিরেছেন তিনি। দুর্বল বোলিংয়ের ফায়দা লুটে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন অনায়েসে। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই করেন হতাশ। সাত সকালে একটু সুইং করা ডেলিভারিতে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। ২ রান যোগ করে ১৭১ রানে থেমে যায় তার ইনিংস। তার ক্যারিয়ার সেরা ইনিংসে দল জিতেছে। ডাবল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ ঝরল কণ্ঠে, ‘হ্যাঁ, ডাবল সেঞ্চুরি না পাওয়ায় কিছুটা হতাশ হয়েছি। তবে আমি ভালো ইনিংস খেলেছি। সেজন্য খুশি।’

উইকেট নিয়ে মাহমুদুল বলেছেন, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। বল যখন ব্যাটে আসছিল আমি আমার কাজটা খুব সহজভাবে করছিলাম। বাউন্ডারির সঙ্গে সিঙ্গেল বের করার চেষ্টায় ছিলাম।

উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। সেঞ্চুরির পর প্রায় প্রতিটি বলই মারছিলাম। মুমিনুল ভাই বলছিলেন, সুযোগটা কাজে লাগাতে। ইনিংসটি আরো লম্বা করতে।

যা আমাকে সাহায্য করবে।’ ঢাকায় ১৯ তারিখ শুরু হবে দ্বিতীয় টেস্ট। যে ম্যাচটি বাংলাদেশের ক্রিকেটারদের জন্য অনেক বড় মাহেন্দ্রক্ষণ। ২০০৫ সালে টেস্ট ক্রিকেট শুরু করা মুশফিকুর রহিম ঢাকার ম্যাচটি দিয়ে খেলবেন শততম টেস্ট ম্যাচ। সেই ম্যাচটি নিয়ে মাহমুদুলের উচ্ছ্বাস টের পাওয়া গেল, ‘মুশি (মুশফিক) ভাইয়ের জন্য খুব খুশি। উনি একশতম টেস্ট খেলবেন। আমরা সবাই উনার সঙ্গে ম্যাচটি খেলতে মুখিয়ে আছি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত