ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তিন ম্যাচে ২৬ গোল হজম বাংলাদেশের!

তিন ম্যাচে ২৬ গোল হজম বাংলাদেশের!

হারে শুরু, হারে শেষ বাংলাদেশের। বিশ্বকাপ হকির বাছাই পর্বে ওঠার প্লে-অফ সিরিজের তিন ম্যাচে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ। পাকিস্তানের কাছে তিন ম্যাচে ২৬ গোল হজম করেছে স্বাগতিকরা। গত রোববার মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ১০-৩ ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে ৮-২ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৮-০ গোলে। সব মিলিয়ে তিন ম্যাচে ২৬ গোল হজম করল লাল সবুজের প্রতিনিধিরা। কাল ম্যাচের সময় যত গড়িয়েছে তত আরও শানিত হয়েছে পাকিস্তান। তাদের তুলনায় বাংলাদেশ তলানিতে। আক্রমণভাগ রক্ষনভাগে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি স্বাগতিকরা। বিশেষ করে অতীতে পুস্কর খিসা মিমো কিংবা হাসান যুবায়ের নিলয়ের যে কানেক্টগুলো দেখা গেছে তার ছিটেফোটাও ছিল না শেষ ম্যাচে। ৬, ১৩, ২৪, ৪৪ ও ৫৯ মিনিটে কানেক্টগুলো মিস করেন যথাক্রমে রাকিবুল, আবদুল্লাহ, সবুজ, ওবায়দুল জয়। ১৫ মিনিটে পোস্ট ফাঁকা পেয়েও গোল করতে ব্যর্থ সোহানুর সবুজ। এমনিতেই যোজন যোজন পিছিয়ে স্বাগতিকরা। তার উপর এমন মিসগুলো আরো ব্যাকফুটে ঠেলে দিয়েছে রেজাউল করিম বাবু বাহিনীকে।

কাল পাকিস্তান ১৫টি পিসি থেকে ৯টি গোল আদায় করে নেন। এর মধ্যে সুফিয়ান একাই করেন ৬টি গোল, আবদুর রহমান দুটি এবং নাদিম আহমেদ একটি গোল করেন। একমাত্র ফিল্ড গোলটি করেন রানা ওয়ালিদ। বাংলাদেশের তিন গোলের মধ্যে দুটিই ছিল ফিল্ড গোল এবং একটি পেনাল্টি কর্ণার থেকে। টুর্নামেন্ট আটটি পিসি মেরে একমাত্র গোলটি করেন এই আসরে নিষ্প্রভ আশরাফুল ইসলাম।

সিরিজে পাকিস্তানের কাছে বড় হারে হতাশ রাকিবুল হাসান। খেলা শেষে তিনি বলেন, ‘আমরা চিন্তা করছিলাম যে ভালো হকি খেলব। আমরা চেষ্টা করছি। দুর্ভাগ্যবশত, আমাদের কিছু ভুলে অনেক গোল হজম করেছি। ইনশাআল্লাহ সামনে যে টুর্নামেন্টগুলো আছে, আমাদের যে সুযোগগুলো থাকবে তাতে নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’ রাকিবুল যোগ করেন, ‘আমাদের একটি সমস্যা রয়েছে, ম্যাচের চাপটা শেষ পর্যন্ত আমরা ধরে রাখতে পারি না। এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে আমরা গোল হজম করে বসি। এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে হবে আমাদের।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত