
দুই দশক ধরে ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ জহির ভূইয়া। গতকাল রোববার দুপুরেও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে ছিল তার সরব উপস্থিতি। বিকেলের পর হঠাৎ ডিআরইউ প্রাঙ্গণে নিস্তব্ধতা। জহির ভূইয়া আর নেই। সড়ক দুর্ঘটনায় আকস্মিক প্রাণ হারিয়েছেন এই ক্রীড়া সাংবাদিক। রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন সাংবাদিক জহির ভূইয়া (৫২)। তিনি দৈনিক ভোরের পাতার স্পোর্টস রিপোর্টার ছিলেন। বিকেল পৌনে ৫টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জহির উদ্দিন ভূঁইয়া কুমিল্লার মুরাদনগর থানার চাপিতলা গ্রামের শামসুদ্দিন ভূঁইয়ার ছেলে।