ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বিপিএলে খেলে পাকিস্তান দলে সাত ক্রিকেটার

বিপিএলে খেলে পাকিস্তান দলে সাত ক্রিকেটার

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই স্কোয়াডে রাখা হয়েছে বিপিএলে খেলা ৭ ক্রিকেটারকে। এই দলে দলে ডাক পাননি বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান ও হারিস রউফ। ডাম্বুলাতে ৭ জানুয়ারি শুরু হয়ে সিরিজটি শেষ হবে ১১ জানুয়ারি। শ্রীলঙ্কা সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওপেনার খাজা নাফি। তিনি বিপিএল খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। একই দলে থাকা অলরাউন্ডার ফাহিম আশরাফও টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন। রাজশাহী ওয়ারিয়র্সে খেলা ওপেনার সাহিবজাদা ফারহান ও অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অন্যতম দুই ভরসা। স্বাভাবিকভাবেই তারা দলে আছেন। ঢাকা ক্যাপিটালসকেও পাকিস্তানের দুই ক্রিকেটারকে ছাড়তে হবে।

উইকেটকিপার ব্যাটসম্যান উসমান খান ও পেসার সালমান মির্জাকে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে। সিলেট টাইটানস ওপেনার সাইম আইয়ুবও যাচ্ছেন শ্রীলঙ্কায়। পিসিবি বিপিএলে খেলা ক্রিকেটারদের দলে রাখলেও বিগ ব্যাশে থাকা বাবর আজম, শাহিন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলীদের দলে রাখেনি। তবে সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশে খেলা শাদাব খানকে দলে ফিরিয়েছে তারা। শাদাব সর্বশেষ জুনে পাকিস্তানের হয়ে খেলেছেন। এই সিরিজের পর কাঁধের চোটে মাঠের বাইরে ছিলেন তিনি। মাঠে ফেরেন বিগ ব্যাশ দিয়েই। এই দলে দলে ডাক পাননি বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান ও হারিস রউফ। কেন তারা ডাক পেলেন না? উত্তরটা লুকিয়ে আছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল)। বাবর, শাহিন, রিজওয়ান আর হারিসরা এখন ব্যস্ত বিগ ব্যাশ নিয়ে। শুরুতে তাদের এনওসি (অনাপত্তিপত্র) দেওয়া নিয়ে কিছুটা নাটকীয়তা থাকলেও অক্টোবর মাসেই পিসিবি সবুজসংকেত দিয়ে দিয়েছিল। ফলে ১৪ ডিসেম্বর শুরু হওয়া বিগ ব্যাশে খেলছেন বাবররা। বিগ ব্যাশ চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ শ্রীলঙ্কা সিরিজের পুরোটা সময়ই তারা অস্ট্রেলিয়ায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকবেন। তবে বিগ ব্যাশ খেলা ক্রিকেটারদের মধ্যে শুধু চোট কাটিয়ে ফেরা শাদাব খানকেই শ্রীলঙ্কা সিরিজের দলে রাখা হয়েছে। অন্যদিকে ফখর জামান, নাসিম শাহ আর হাসান নেওয়াজ খেলছেন আইএল টি-টোয়েন্টিতে। সেই লিগ ৪ জানুয়ারি শেষ হবে বলে তারা জাতীয় দলে ফেরার সময় পাচ্ছেন।

প্রশ্ন উঠতে পারে, বিশ্বকাপের আগে প্রস্তুতি কি তবে গৌণ হয়ে গেল? পিসিবি হয়তো ভাবছে অন্যভাবে। শ্রীলঙ্কা সিরিজের ঠিক পরই জানুয়ারির শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ধারণা করা হচ্ছে, বিগ ব্যাশ শেষ করে সেই সিরিজেই ফিরবেন দলের মহাতারকারা। বিশ্বকাপের আগে দলটাকে ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ হবে সেটিই।

পাকিস্তান স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত