ঢাকা বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বিপিএলের স্থগিত হওয়া ম্যাচের নতুন সূচি জানাল বিসিবি

বিপিএলের স্থগিত হওয়া ম্যাচের নতুন সূচি জানাল বিসিবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক তিন দিনের হলেও বিপিএল বন্ধ থাকছে এক দিনই। গতকাল মঙ্গলবারের স্থগিত হওয়া ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আজ বুধবার।

ম্যাচ দুটির সময়েও আনা হয়েছে পরিবর্তন। প্রথম ম্যাচটি সাধারণত দুপুর ১টায় শুরু হলেও আজ ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়। খালেদা জিয়ার জানাজার সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ম্যাচ শুরুর সময় ঠিক করা হয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টার পরিবর্তে শুরু হবে ৭টা ৪৫ মিনিটে। প্রথম ম্যাচটিতে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস, দ্বিতীয় ম্যাচের দুই প্রতিপক্ষ রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্টের বাকি অংশের সূচি আগের মতোই থাকবে। যেটির মানে, টানা তিন দিন খেলা হবে এবং সামগ্রিক সূচিতে প্রভাব পড়বে না। গতকাল মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সকাল সাড়ে ১০টার পরপর বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর সম্মানে বিপিএলের এ দিনের ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে।

পরে দুপুর ১টায় বিসিবি জানায়, প্রথম বিভাগ ক্রিকেট লিগের ম্যাচগুলি স্থগিত করা হয়েছে তিন দিনের জন্য। খালেদা জিয়া মৃত্যুতে সকালেই শোকবার্তা দিয়েছিল বিসিবি। সন্ধ্যায় আরেকটি বিবৃতিতে শোক জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার ব্যক্তিগত স্মৃতির পাশাপাশি তুলে ধরেন তিনি খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের অবদানের কথাও।

‘আমার খেলোয়াড়ি জীবনে যে প্রেরণা ও সমর্থন তিনি জুগিয়েছেন, তা কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করছি। ক্রিকেটের প্রতি তার আগ্রহ এবং গোটা দেশকে একতাবদ্ধ করতে ক্রিকেটের ভূমিকা নিয়ে তার বোঝাপড়া ছিল প্রকৃত ও অটুট। তার তত্ত্বাবধানে বাংলাদেশে ক্রিকেট সবচেয়ে উল্লেখযোগ্য লাভবান হয়েছে সুযোগ-সুবিধা ও অবকাঠামোর উন্নয়নে, যা দেশজুড়ে খেলটির আরও শক্ত ভিত গড়তে সহায়তা করেছে।’ ‘ক্রিকেটে তার উত্তরাধিকার অবিচ্ছেদ্য হয়ে আছে তার প্রয়াত ছেলে আরাফাত রহমানের মাধ্যমেও, যার দূরদৃষ্টি ও উদ্যোগের অগ্রগামী প্রভাব ছিল বাংলাদেশে ক্রিকেটের আধুনিকায়নের পথচলায়। এত বছর ধরে খেলাটির উন্নতির পেছনে সেই সময়ের অগ্রসর চিন্তা ও বিনিয়োগের কৃতিত্ব অনেক।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত