ঢাকা রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বিগ ব্যাশে রিশাদের সেরা বোলিং

বিগ ব্যাশে রিশাদের সেরা বোলিং

বিগ ব্যাশে ধারাবাহিক দ্যুতি ছড়িয়ে আসছিলেন রিশাদ হোসেন। হোবার্ট হ্যারিকেন্সের হয়ে নিয়মিত ভালো বোলিংয়ের পাশাপাশি উইকেটের জোয়ার চলছিল তার। কিন্তু নতুন বছরে প্রথম দুই ম্যাচেই রিশাদ উইকেটের দেখা পাননি। ভালো বোলিং করলেও সাফল্য মিলছিল না। অবশেষে টানা দুই ম্যাচ উইকেটশূন্য থাকার আক্ষেপ দাপুটে প্রত্যাবর্তনে মেটালেন রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে তিনি দেখালেন- কেন তাকে বর্তমান সময়ের অন্যতম কার্যকর লেগ স্পিনার ভাবা হয়। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে বল হাতে রীতিমতো তোপ দাগলেন হোবার্ট হারিকেন্সের বাংলাদেশি তারকা।

শুক্রবার হোবার্টের বেলেরিভ ওভালে ৪ ওভারের কোটা পূর্ণ করে ২৬ রান খরচায় ৩ উইকেট পান রিশাদ। এটি বিগ ব্যাশে রিশাদের সেরা বোলিং ফিগার। এর আগে গত ২৬ ডিসেম্বর পার্থ স্কর্চার্সের বিপক্ষে ৩৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। চলমান আসরে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে তার প্রাপ্তি ১১ উইকেট। অ্যাডিলেডের রান তাড়ায় পাওয়ার প্লের শেষ ওভারে যখন রিশাদ আক্রমণে যান, তখন শুরুটা খুব একটা সুখকর ছিল না। দ্বিতীয় বলেই ছক্কা হজম করতে হয় তাকে। তবে দমে না গিয়ে শেষ বলে হ্যারি ম্যানেন্টিকে সাজঘরে ফিরিয়ে মোক্ষম জবাব দেন তিনি। এরপর নিজের দ্বিতীয় ও ইনিংসের নবম ওভারে ফিরে প্রথম বলেই জেমি ওভারটনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন।

দুটি শিকার ধরলেও প্রথম দুই ওভারে ২১ রান দিয়ে ফেলেন ২৩ বছর বয়সী স্পিনার। পরের দুই ওভারে ঘুরে দাঁড়িয়ে ছিলেন একবারে কিপটে। নিজের শেষ ১২ বলে মাত্র ৫ রান দিয়ে তুলে নেন আরও একটি উইকেট। পঞ্চদশ ওভারে তাকে ছক্কা মারার চেষ্টায় ডিপ মিডউইকেটে ধরা পড়েন লুক উড। রিশাদের করা ২৪টি ডেলিভারির মধ্যে ১০টিই ছিল ডট বল। আর পুরো ইনিংসে তার ইকোনমি রেট ছিল মাত্র ৬.৫০। হোবার্টের জয়ে বল হাতে বড় অবদান রাখলেও ম্যাচসেরা হননি তিনি। দুই ওভারে ৭ রান খরচায় দুটি উইকেট নিয়ে পুরস্কারটি জিতে নেন অস্ট্রেলিয়ার পেসার ন্যাথান এলিস।

রিশাদ ও বাকি বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় ২৭ রানের অনায়াস জয় পেয়েছে হোবার্ট। তাদের ৬ উইকেটে ১৭৮ রানের জবাবে পুরো ওভার খেলে ৯ উইকেটে ১৪১ রান পর্যন্ত পৌঁছাতে পারে অ্যাডিলেড। আট ম্যাচে ষষ্ঠ জয় তুলে নেওয়া হোবার্ট ১২ পয়েন্ট নিয়ে রয়েছে বিগ ব্যাশের পয়েন্ট তালিকার শীর্ষে। তাদের পরের ম্যাচ আগামী রোববার সিডনি সিক্সার্সের বিপক্ষে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত