
স্প্যানিশ সুপারকোপার সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে আবারও বিতর্কের কেন্দ্রে রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র। বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় অ্যাতলেতিকো কোচ দিয়েগো সিমিওনের সঙ্গে তীব্র বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গত বৃহস্পতিবার রাতে সৌদি আরবে অনুষ্ঠিত এই ম্যাচে উত্তপ্ত মুহূর্তের মধ্যেই ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে আগামীকাল রোববারের ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। জাবি আলোনসোর দল যেখানে লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে।
ফেদেরিকো ভালভার্দে ও রদ্রিগোর গোলে আতলেতিকোর শিরোপা-স্বপ্ন ভেঙে দেয় রিয়াল। এর আগের দিন বুধবার অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বার্সেলোনা। তবে রিয়ালের এই জয় পুরোপুরি নির্বিঘ্ন ছিল না। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুসকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন আলোনসো। তখনই টাচলাইনে সিমিওনের সঙ্গে তার উত্তপ্ত কথোপকথন ধরা পড়ে টেলিভিশন ক্যামেরায়। স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো জানায়, সেই সময় সিমিওনে ভিনিসিয়ুসকে উদ্দেশ করে বলেন, ‘ফ্লোরেন্তিনো তোমাকে ছাঁটাই করবে, এটা মনে রেখো।’
ম্যাচ শেষে ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে সিমিওনে মুভিস্টারকে বলেন, ‘এ নিয়ে আমার কিছু বলার নেই। খেলোয়াড়ি জীবন শুরু থেকেই আমি বলে আসছি মাঠে যা ঘটে, তা মাঠেই থাকে। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের প্রতি আমার যথেষ্ট সম্মান আছে। বাইরে থেকে বিষয়গুলো কেমন দেখায় এবং তাদের সঙ্গে কী ঘটছে সেটাই আমি বলেছি।’ চলতি মৌসুমজুড়েই ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চলছে। মাঠের বাইরের কিছু ঘটনায় জড়ানো ও আবেগী প্রতিক্রিয়ার কারণে তাকে বিক্রি করা হতে পারে, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে নিজের দলের সমর্থকদের কাছ থেকেও দুয়ো শুনতে হয়েছে তাকে। তবে কোচ আলোনসো বরাবরই তার পাশে দাঁড়িয়েছেন।
তবে ফাইনালে রিয়ালের সামনে আবারও বার্সেলোনা। চলতি মৌসুমে লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে কাতালানদের হারিয়েছিল লস ব্লাঙ্কোস। তবে সেই হারের পর থেকে লিগে টানা নয় ম্যাচ জিতে দারুণ ছন্দে রয়েছে হান্সি ফ্লিকের দল। ফলে আগামীকাল রোববার তাদের থামানো সহজ হবে না। গত মৌসুমের সুপারকোপা ফাইনালে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হারের স্মৃতিও এখনও তাজা।