
জাতীয় যুব পুরুষ হ্যান্ডবলের খেলা শুরু হয়েছে। উদ্বোধনী দিনের খেলায় জিতেছে চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, যশোর, কুষ্টিয়া, পঞ্চগড় ও ফরিদপুর। গতকাল রোববার শহিদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে চাঁপাইনবাবগঞ্জ ৪০-১১ গোলে হারিয়েছে মাদারীপুর জেলাকে। প্রথমার্ধে জয়ী দল ২৩-৪ গোলে এগিয়ে ছিল। দিনের অন্য ম্যাচে ঢাকা ৪৩-১২ গোলে নড়াইলকে হারিয়েছে। প্রথমার্ধে ২২-৫ গোলে এগিয়ে ছিল ঢাকা। পরের ম্যাচে যশোর ৩৭-২৮ গোলে হারিয়েছে জামালপুরকে। প্রথমার্ধে দুই দলই ১৩-১৩ গোলে সমতায় ছিল। কুষ্টিয়া ৩৩-২৩ গোলে হারিয়েছে ময়মনসিংহকে।
প্রথমার্ধে জয়ী দল ১৫-৮ গোলে এগিয়ে ছিল। মাদারীপুরের বিপক্ষে একপেশে লড়াইয়ে জয় পেয়েছে পঞ্চগড়। এই ম্যাচে পঞ্চগড় ৩৫-৬ গোলে হারায় মাদারীপুরকে। প্রথমার্ধে ১৯-৫ গোলে এগিয়ে ছিল পঞ্চগড়। দিনের শেষ ম্যাচে ফরিদপুর ৩৫-২৭ গোলে হারিয়েছে নড়াইলকে। প্রথমার্ধে ১৫-১০ গোলে এগিয়ে ছিল ফরিদপুর। বিকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির। এবারের প্রতিযোগিতায় দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে দশটি জেলা। ‘ক’ গ্রুপে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, পঞ্চগড়, কুষ্টিয়া ও মাদারীপুর জেলা। ‘খ’ গ্রুপে ঢাকা, যশোর, ফরিদপুর, জামালপুর ও নড়াইল জেলা। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নিয়ে হবে সেমিফাইনাল। ফাইনাল ১৫ জানুয়ারি।
যুব হ্যান্ডবলের পুরুষ বিভাগের পৃষ্ঠপোষকতা করছে তানভির কনস্ট্রাকশন লিমিটেড। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহম্মেদ, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ, জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের যুগ্ন সম্পাদক ও আয়োজন কমিটির সদস্য সচিব রাশিদা আফজালুন নেসা, কার্যনির্বাহী সদস্য ও আয়োজন কমিটির যুগ্ম সদস্য সচিব মো. মকবুল হোসেন।