
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) ব্যবস্থাপনায় গতকাল রোববার থেকে ঢাকায় শুরু হয়েছে স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর্স কোর্স। সকালে বিওএ অডিটোরিয়ামে শুরু হওয়া এই কোর্সটি আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে। কোর্সে বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশন, ফোর্সেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ২৮ জন সংগঠক, কর্মকর্তা এবং প্রশিক্ষক অংশগ্রহণ করছেন। এই কোর্সের লক্ষ্য ক্রীড়া পরিচালনা ও ব্যবস্থাপনায় পেশাদার জ্ঞান এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করা, যা দেশের ক্রীড়াক্ষেত্রের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে।