ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মোস্তাফিজের কাছ থেকে স্লোয়ার শিখতে চান নিশাম

মোস্তাফিজের কাছ থেকে স্লোয়ার শিখতে চান নিশাম

বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের কাটার ও স্লোয়ার নিয়ে মুগ্ধ হন না এমন ক্রিকেটপ্রেমী খুঁজে পাওয়া কঠিন। সময়ের সাথে অনেক বোলারের অস্ত্রের কার্যকারিতা কমলেও টাইগার এই পেসারের স্লোয়ার এখনও আগের মতোই সমান কার্যকর। সম্প্রতি আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে গিয়ে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম মোস্তাফিজের সঙ্গেই অনুশীলন করেন। সেখানে ফিজের বিখ্যাত স্লোয়ার শিখতে চেষ্টা করলেও অল্প সময়েই নিশাম বুঝতে পারেন যে, তার হাত এই ধরনের ডেলিভারির জন্য উপযুক্ত নয়।

বর্তমানে বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলা নিশাম বাংলাদেশে এসে মোস্তাফিজকে নিয়ে প্রশংসা করে বলেছেন, ‘মোস্তাফিজুর রহমান একজন অসাধারণ বোলার। আইপিএল নিলামেই তার চাহিদা যে কতোটা বেশি, তা বোঝা যায়। আমি তার কাছ থেকে স্লোয়ার শিখতে চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার হাত এ ধরনের ডেলিভারি করার জন্য উপযুক্ত নয়।’

বিপিএল শেষে সামনে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। বাংলাদেশ দল নিয়ে কথা বলতে গিয়ে নিশাম ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ঐতিহাসিক ম্যাচের কথা স্মরণ করেন, যেখানে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে পরাজিত করে সেমিফাইনালে উঠে বাংলাদেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত