ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ | বেটা ভার্সন

সুফিকোষ

সুফিকোষ

খোদা সৃষ্টি করেছেন যেমন আমরা শুনি প্রচারকের কাছে যে দেহের উপর আগুন দিয়ে জ্বালানো হবে, লোহা দিয়ে লোহার হাতুড়ি দিয়ে মারতে হবে। কত কিছু। তো খোদা তিনি জ্ঞানময়। তিনি বান্দাকে সৃষ্টি করেছেন কেবল দোজখে ভরতে? আমাদের মধ্যে যে যত অন্যায় করবে তার রূহেতে তত কালিমা গভীর হয়ে দাঁড়াবে। আর খোদাওয়ান্দ করীম আমাদের সকলকে free will দিয়েছেন। ইচ্ছে হলে ভালো কাজ করতে পারি। ইচ্ছে করলে মন্দ কাজ করতে পারি। তো সেই মন্দ কাজের জন্য মন্দ চিন্তার জন্য আমরা সকল কালিমা অর্জন করি। আর খোদা এত রহমান এত রহিম তিনি মৃত্যুর পরে বান্দার জন্য চেষ্টা করবেন যে কিসে কালিমাটা দূরীভূত হয়। এই বান্দার অন্তরের কালিমা দূর করে তাকে প্রমোশন দিবেন বেহেশতে। এই খোদারই ইচ্ছা। এমন রহমান, এমন দয়ালু খোদা কেউ চিন্তা করতে পারেন?

আমরা সমস্ত জীবন দিয়ে ইচ্ছা মত কত ন্যায়-অন্যায় করলাম, আর শেষ কালে যখন আমরা ভোগ করতে যাবো, কষ্ট ভোগ করতে যাব, অমনি খোদা চিন্তা করবেন কিসে আমাদের সেই কালিমাটা দূর করে আমাদের বেহেশতে প্রমোশন দিতে পারেন। কেবল নাস্তিক যারা তাদেরই বেহেশত হবে না। কিন্তু তাছাড়া যাদের কালিমা যত হালকা সে বেহেশতের তত উচ্চস্তর পর্যায়ে যাবে। সেজন্য চিন্তা করে দেখুন যে খোদাওয়ান্দ করীম কত দয়াময়, দয়ার সাগর, যা কথার দ্বারা আমরা প্রকাশ করতে পারি না। আমরা মানুষ। আমাদের জ্ঞান সসীম, আমাদের ভাষা সসীম। কিন্তু তার রহমত অসীম। একটু বাবারা একটু অগ্রসর হউন।

(বি. দ্র. : লেখকের বানান হুবহু রাখা হয়েছে।)

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত