ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সুফিকোষ

বিশ্বাসী বা মুমিনদের ভালোবাসা

বিশ্বাসী বা মুমিনদের ভালোবাসা

আল্লাহকে ভালোবাসার জন্য রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামণ্ডএর অনুসরণ করতে হবে। “যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমার (নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর) অনুসরণ করো; তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ মার্জনা করবেন।’’

(আলে ইমরান: ৩১)। ঈমানের ভালোবাসা ও কুফরকে ঘৃণা করা থাকতে হবে। (হুজুরাত: ৭)। প্রভূর যিকরের ভালোবাসা মুমিনের হৃদয়ে থাকবে। (ছদ: ৩২)। ধ্বংসশীলদের ভালো না বাসাই য্যেক্তিক। (আনআম: ৭৬)। ভালোবাসার জিনিস ব্যয় (দান) করা প্রকৃত কল্যাণ লাভের উপায়। (আলে ইমরান: ৯২)। আল্লাহর ভালোবাসায় দান করা মুমিনের পরিচয়। (বাকারা: ১৭৭)। আল্লাহর ক্ষমাকে ভালোবাসা বিশ্বাসীদের কাজ। (নূর: ২২)।

বিজয়কে ভালোবাসা মানব স্বভাব। (ছফ: ১৩)। তোমরা তাদের (অবিশ্বাসী ও অকৃতজ্ঞদের) ভালোবাস কিন্তু তারা তোমাদের ভালোবাসে না। আল্লাহ তাদের ভালোবাসেন তারা (মুমিনরা) আল্লাহকে ভালোবাসে। (মায়িদা: ৫৪)। মুমিনগণ আল্লাহকে কঠিন ভালোবাসেন। (বাকারা: ১৬৫)। তারা (মুমিনরা) মুহাজিরদের ভালোবাসেন। (সূরা হাশর, আয়াত: ৯)। “হাজত বাসকে আমি (হযরত ইউসুফ আ.) মন্দ কাজ অপেক্ষা ভালোবাসি।’’ (ইউসুফ: ৩৩)। ভালোবাসলেই হিদায়াত দেওয়া যায় না। (কছছ: ৫৬)।

বি. দ্র : লেখকের বানান হুবহু রাখা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত