অকৃতজ্ঞ অবিশ্বাসীরা ঈমানের চেয়ে কুফরকে বেশি ভালোবাসে। (তাওবা: ২৩)। অবিশ্বাসীরা দুনিয়াকে ভালোবাসে। (আলে ইমরান: ১৫২)। অকৃতজ্ঞরা দুনিয়ার জীবনকে ভালোবাসে। (নাহল: ১০৭)। অবিশ্বাসীরা নগদকে ভালোবাসে। (কিয়ামা: ২০-২১; দাহর: ২৭)। আল্লাহ ও আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ভালোবাসার চেয়ে অন্য কিছুকে ভালোবাসা মুনাফিকদের স্বভাব। (তাওবা: ২৪)। হিদায়াতের চেয়ে অন্ধত্বকে ভালোবাসে সংশয়বাদীরা। (হামীম সাজদা: ১৭)। সম্পদকে ভালোবাসে বোকারা। (ফাজর: ২০)। সম্পদের কঠিন ভালোবাসা নির্বোধদের কাজ। (আদিয়াত: ৮)। তোমরা (অশান্তিকারীরা) কল্যাণকামীদের ভালোবাস না। (আরাফ: ৭৯)। তারা (অহঙ্কারীরা) কাজ না করেই প্রশংসা পেতে ভালোবাসে। (আলে ইমরান: ১৮৮)। যারা অশ্লীলতা প্রকাশে ভালোবাসে, তারা বিপদগামী। (নূর: ১৯)। কামনার ভালোবাসা পাপের কারণ। (আলে ইমরান: ১৪)।
বি. দ্র : লেখকের বানান হুবহু রাখা হয়েছে