ঢাকা ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

চিটাগাংকে হারিয়ে ফাইনালে বরিশাল

চিটাগাংকে হারিয়ে ফাইনালে বরিশাল

আসরের প্রথম সেমিফাইনালে চিটাগংকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ফিফটিতে ১৬ বল হাতে রেখে ৯ উইকেটের জয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফরচুনরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) আগে ব্যাট করতে নেমে বরিশালকে ১৫০ রানের লক্ষ্য দিয়েছিল চিটাগং। ১৬ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল। এতে বিপিএলে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল দলটি।

আসর জুড়েই ব্যর্থ ছিলেন তাওহিদ হৃদয়। কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে এসে জ্বলে উঠলেন এই ওপেনার। তার দুর্দান্ত ফিফটিতে ১৬ বল হাতে রেখে সহজ জয় পেয়েছে ফরচুন বরিশাল। ৯ উইকেটের জয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট পেয়েছে ফরচুনরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল।

মিরপুরে প্রথম কোয়ালিফায়ারে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে চিটাগাং। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেছেন শামীম। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ২ বলে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।

১৫০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত শুরু পায় বরিশাল। তামিম ইকবাল ও হৃদয় মিলে উদ্বোধনী জুটিতে ৫৫ রান তোলেন। তাদের এমন শুরুতেই জয়ের ভিত পেয়ে যায় বরিশাল। ২৬ বলে ২৯ রান করে তামিম ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি।

এরপর ডেভিড মালানকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সহজেই সেরেছেন হৃদয়। ব্যর্থতার বৃত্ত ভেঙে লম্বা সময় পর বড় ইনিংস খেলেছেন হৃদয়। মালানের সঙ্গে অবিচ্ছিন্ন ৯৫ রানের দ্বিতীয় উইকেট জুটিতেও বড় অবদান ছিল হৃদয়ের। ৫৬ বলে অপরাজিত ৮২ রান করেছেন তিনি। আর মালান অপরাজিত ছিলেন ২২ বলে ৩৪ রান করে।

আবা/এসআর/২৫

চিটাগাং,ফাইনাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত