চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালের জন্য টিকে থাকতে ইংল্যান্ড-আফগানিস্তানের সামনে ছিল একেবারে সহজ সমীকরণ। হারলেই বাদ, জিতলে টিকে থাকবে। সেই লক্ষ্য পূরণে টুর্নামেন্টের অন্যতম জমজমাট লড়াই উপহার দিলো ইংলিশ-আফগানরা। তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে ৮ রানের জয়ে টিকে থাকলো আফগানরা।
ইনিংসের শেষ ওভারে ১৩ রান করতে হতো ইংল্যান্ডকে। ওমরজাইয়ের দারুণ বোলিংয়ে প্রথম চার বলে মাত্র চারটি সিঙ্গেল আসে। পঞ্চম বলে আদিল রশিদকে আউট করে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন ওমরজাই। ফলে ইংল্যান্ডকে বিদায় করে আফগানরা টুর্নামেন্টে টিকে থাকে। পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই তারা সেমিফাইনালে উঠে যাবে। এর আগে, ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান বড় সংগ্রহ পায় ইব্রাহিম জাদরানের দুর্দান্ত ইনিংসে। ১৭৭ রানের ইনিংস খেলে তিনি চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন। শেষ দিকে মোহাম্মদ নবির ৪০ রানের ইনিংসে ভর করে ৩২৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় আফগানিস্তান।
আফগানদের ছুঁড়ে দেয়া ৩২৫ রানের চ্যালেঞ্জ মোকাবেলা করতে নেমে ইংল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। ১২ রান করে আউট হয়ে যান ওপেনার ফিল সল্ট। ওয়ানডাউনে নামা জেমি স্মিথ আউট হন ৯ রান করে। ৩০ রানে ২ উইকেট হারানোর পর বেন ডাকেট ও জো রুট মিলে গড়েন ৬৮ রানের জুটি। ৪৫ বলে ৩৮ রান করে দলীয় স্কোর ৯৮ রানের মাথায় আউট হয়ে যান বেন ডাকেট। এরপর হ্যারি ব্রুক মাঠে নেমে আউট হন ২১ বলে ২৫ রান করে। ৪২ বলে ৩৮ রান করে আউট হন অধিনায়ক জস বাটলার। ৮ বলে ১০ রান করেন লিয়াম লিভিংস্টোন। ইংল্যান্ডের হয়ে ১২০ রানের দারুণ ইনিংস খেলেন জো রুট।
আফগানদের জয়ের নায়ক ওমরজাই একাই শিকার করেন ৫ উইকেট। এই জয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠার সুযোগ তৈরি করল আফগানিস্তান। তাদের পরবর্তী প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। স্মিথদের হারাতে পারলেই ইতিহাস গড়বে তারা।
আবা/এসআর/২৫