ঢাকা শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ভারত

নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ভারত

পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে আগেই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। আজকের ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এতে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে রোহিতরা।

রোববার (২ মার্চ) আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। জবাব দিতে নেমে ২৭ বল হাতে থাকতেই ২০৫ রানে গুঁটিয়ে যায় নিউজিল্যান্ড। এতে ৪৪ রানের জয় পায় ভারত।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ১২ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন রাচিন রাবিন্দ্রা। ৩৫ বলে ২২ রান করে ফেরেন আরেক ওপেনার উইল ইয়ং। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি ড্যারিল মিচেলও। ৩৫ বলে ১৭ রান করেন তিনি।

তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন কেইন উইলিয়ামসন। ৭৭ বলে ফিফটি তুলে নেন তিনি। অপর প্রান্ত থেকে উইকেট হারাতে থাকেন টম লাথাম (১৪), গ্লেন ফিলিপস (১২) ও মিচেন ব্রাসওয়েল (২)। এতে নিজেকে ধরে রাখতে পারেননি উইলিয়ামসনও। ১২০ বলে ৮১ রান করে আউট হন তিনি। পরে ২৭ বল হাতে থাকতেই ২০৫ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

এর আগে ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান তুলতে সক্ষম হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৯৮ বলে ৭৯ রান করে ক্যাচ আউট হন আইয়ার।

আবা/এসআর/২৫

নিউজিল্যান্ড,সেমিফাইনাল,ভারত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত