ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ | বেটা ভার্সন

সুফিকোষ

সুফিকোষ

* একমাত্র ভক্তি ও প্রেমযোগে খোদার সান্নিধ্য হাছেল করা যায়।

* অসত্য, হিংসা ও ক্রোধকে বিদায় দিতে হইবে।

* শুষ্ক এবাদতে দেল গলে না, খোদাও মিলে না।

* যৌবনের এবাদত বড়ই মূল্যবান।

* যে বান্দাকে চিনে, সে খোদাকে চিনে।

* অন্য চিন্তা আসিলে নামাজে আনন্দ পাওয়া যায় না।

* ঈমানকে পোখতা করিবার জন্য মুছিবত আবশ্যক, বিপদ না হইলে মানুষ তৈয়ার হয় না।

* খোদার রাহে পরিশ্রম করিলে কখনও নিষ্ফল হয় না।

* সংসারে থাকিয়া সংসারী হইয়া খোদাকে ইয়াদ করিতে হইবে।

* নিজে যতই ঠিক হইবে, আমলে ততই ফায়দা উঠাইবে।

* কৃত্রিমতার মাঝেই অকৃত্রিমকে পাকড়াও কর।

* যে নিজের ঘোড়াকে বাঁধিতে না পারে, সে কিছুই আশা করিতে পারে না।

* তকদীর আছে সত্য; কিন্তু চেষ্টা অনিবার্য।

* প্রবৃত্তির দাসত্ব করিলে দয়াল খোদা নারাজ হন।

* যে এবাদত কল্বকে স্পর্শ না করে, সে এবাদত বে-মজা।

* তোমাকেই তোমার নফ্ছকে বশীভূত করিতে হইবে।

* প্রকৃতির গুপ্ত রহস্য অনুসন্ধান করো।

* অভাব ও প্রাচুর্য্য উভয়ই খোদার দান। উভয়ই বান্দার মন পরীক্ষার জন্য মনোনীত।

* দাতাকে ছাড়িয়া কেবল দানে মুগ্ধ থাকিলে ভবিষ্যৎ অন্ধকারময় হবারই কথা।

* খোদায় আশ্রয় নিলে সকল বাধা, সকল বিঘ্ন অতিক্রম করা যায়।

* বিপদ না হইলে মানুষ তৈয়ার হয় না।

* নিজকে ক্ষুদ্রতম মনে করিতে হইবে এবং সকল সৃষ্টিকে ভ্রাতৃবৎ গণ্য করিতে

হইবে।

বি.দ্র : লেখকের বানান হুবহু রাখা হয়েছে

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত