অনলাইন সংস্করণ
১৬:৫৪, ১৯ ডিসেম্বর, ২০২৫
ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের মিশ্র দ্বৈতের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। স্বাগতিক দলের তারকা শাটলার আল আমিন জুমার ও ঊর্মি আক্তারের জুটি শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ভারতের স্বস্তিক মাথারাসান ও কীর্তি মাঞ্চালাকে ২১-১৬, ১৯-২১ ও ২১-১৮ পয়েন্টে হারিয়ে শেষ চারে উঠে যায়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) মিশ্র দ্বৈতে বাংলাদেশের এই জুটিকে সেমিফাইনালে উঠতে বেশ লড়াই করতে হয়েছে।
প্রথম সেট তুলনামূলক সহজেই নিজেদের করে নেয় জুমার-ঊর্মি। তবে দ্বিতীয় সেটে এগিয়ে থেকেও মাত্র দুই পয়েন্টের ব্যবধানে সেটটি হাতছাড়া করে তারা। ফলে ম্যাচ গড়ায় তৃতীয় ও নির্ধারণী সেটে।
শেষ সেটে শুরু থেকে শেষ পর্যন্ত চলে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। কখনো বাংলাদেশ এগিয়ে যায়, আবার কখনো ভারতের জুটি ম্যাচে ফিরে আসে। তবে শেষ পর্যন্ত দৃঢ়তা দেখিয়ে তিন পয়েন্টের ব্যবধানে সেটটি জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশের জুটি।
ম্যাচ শেষে আল আমিন জুমার বলেন, জয়ের অনুভূতিতে তিনি ভীষণ খুশি। তিনি জানান, আগের দিন দ্বৈতে কোয়ার্টার ফাইনালে উঠেছেন এবং আজ মিশ্র দ্বৈতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। টানা ম্যাচ খেলার চাপ শরীরে থাকলেও জয়ের আনন্দে সব ভুলে সামনের ম্যাচের দিকে তাকিয়ে আছেন বলেও জানান তিনি। বিকেলে ঊর্মিকে সঙ্গে নিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন বলে উল্লেখ করে সবার দোয়া চান জুমার।
অপরদিকে ম্যাচ শেষে ঊর্মি আক্তার বলেন, জুমারের সঙ্গে ছয় থেকে সাত বছর ধরে একসঙ্গে খেলছেন তারা। দীর্ঘদিনের এই জুটির কারণে একে অপরের বোঝাপড়া খুব ভালো। এর আগেও আন্তর্জাতিক টুর্নামেন্টে তারা পদক জিতেছেন।
ঘরের মাঠে সেমিফাইনালে ওঠায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সবার দোয়া কামনা করেন।