অনলাইন সংস্করণ
২১:২১, ১৮ ডিসেম্বর, ২০২৫
টি–টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরে গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচের মধ্যে তিনটিই অনুষ্ঠিত হবে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে। এসব ম্যাচ ঘিরে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। গ্রুপ পর্ব, সুপার এইট ও সেমিফাইনাল—সব ধাপ মিলিয়ে দর্শকদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে আলাদা আলাদা দামে টিকিট নির্ধারণ করা হয়েছে।
প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টে অংশ নিতে আসা ইতালির বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হবে ইডেনে।
এই ম্যাচে লোয়ার ব্লক সি, এফ ও কে–তে বসে খেলা দেখতে দর্শকদের খরচ করতে হবে ২০০ রুপি। একই দামে লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে–তেও টিকিট পাওয়া যাবে। তুলনামূলক কম খরচে খেলা দেখার সুযোগ থাকছে আপার ব্লকে, যেখানে বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১ ও এল১ ব্লকের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ রুপি।
এই ম্যাচের প্রিমিয়াম হসপিটালিটি বা বি প্রিমিয়াম টিকিটের দাম রাখা হয়েছে ৪ হাজার রুপি। লোয়ার ব্লক বি ও এল–এ বসে ম্যাচ দেখতে খরচ পড়বে ১ হাজার রুপি।
ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষেও মাঠে নামবে বাংলাদেশ। এই দুই ম্যাচের ক্ষেত্রে টিকিটের দাম তুলনামূলকভাবে বেশি।
প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার রুপি। লোয়ার ব্লক বি ও এল–এর জন্য দর্শকদের গুনতে হবে ১ হাজার ৫০০ রুপি। লোয়ার ব্লক সি, এফ ও কে–এর টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার রুপি। লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে–তে বসে ম্যাচ দেখার টিকিট মিলবে ৫০০ রুপিতে।
আর আপার ব্লকে বসে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ কিংবা বাংলাদেশ–ইংল্যান্ড ম্যাচ দেখতে খরচ পড়বে ৩০০ রুপি।