অনলাইন সংস্করণ
২০:৩৭, ২৩ ডিসেম্বর, ২০২৫
আন্তর্জাতিক ক্রিকেটে এক অবিশ্বাস্য ও বিরল কীর্তি গড়েছেন ইন্দোনেশিয়ার পেস বোলিং অলরাউন্ডার গেদে প্রিয়ান্দানা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ৫ উইকেট শিকার করা প্রথম বোলার হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।
মঙ্গলবার বালির উদয়না ক্রিকেট মাঠে কম্বোডিয়ার বিপক্ষে আট ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এই ইতিহাস গড়েন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।
ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কম্বোডিয়া। রান তাড়া করতে নেমে একপর্যায়ে ১৫তম ওভারে ৫ উইকেটে ১০৪ রান তুলে লড়াইয়ে ছিল তারা। তবে ১৬তম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে এসে পুরো ম্যাচের চিত্র বদলে দেন প্রিয়ান্দানা।
ওভারের প্রথম তিন বলে শাহ আবরার হোসেন, নির্মলজিৎ সিং ও চ্যানথুন রথনকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। চতুর্থ বলটি ছিল ডট। পঞ্চম বলে মংদারা সককে সাজঘরে পাঠান। এরপর একটি অতিরিক্ত ওয়াইড বল হয়। ওভারের শেষ বলে পেল ভেনাককে আউট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট নেওয়ার অনন্য নজির গড়েন প্রিয়ান্দানা।
তার এই বিধ্বংসী বোলিংয়ে ১০৭ রানেই অলআউট হয়ে যায় কম্বোডিয়া। ফলে পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট নেওয়ার রেকর্ডটি এখন এককভাবে প্রিয়ান্দানার দখলে।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ইন্দোনেশিয়া উইকেটরক্ষক ধার্মাকেসুমারের দুর্দান্ত অপরাজিত সেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে। তিনি ৬৮ বলে ১১০ রান করেন।
ওপেনিংয়ে নেমে প্রিয়ান্দানা মাত্র ৬ রান করে আউট হলেও বল হাতে তার পারফরম্যান্স ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
আন্তর্জাতিক ক্রিকেটে এই কীর্তি প্রথম হলেও ঘরোয়া টি-টোয়েন্টিতে এর আগে দু’বার এক ওভারে ৫ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে।
২০১৩-১৪ মৌসুমে বাংলাদেশের বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনীর বিপক্ষে আল-আমিন হোসেন এবং ২০১৯-২০ মৌসুমে ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হরিয়ানার বিপক্ষে অভিমন্যু মিঠুন এই কীর্তি গড়েছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে এক ওভারে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়ার রেকর্ড ছিল লাসিথ মালিঙ্গাসহ ১৪ জন বোলারের। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চার বলে চার উইকেট নিয়েছিলেন মালিঙ্গা। এবার সবাইকে ছাড়িয়ে এক নতুন উচ্চতায় পৌঁছালেন ইন্দোনেশিয়ার এই পেসার।