ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

রাজশাহীকে হারিয়ে বিপিএলে ঢাকার শুভসূচনা

রাজশাহীকে হারিয়ে বিপিএলে ঢাকার শুভসূচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচেই জয় পেল ঢাকা ক্যাপিটালস। উদ্বোধনী ম্যাচ জিতে উড়তে থাকা রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করল মোহাম্মাদ মিঠুনের দল।

শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ১৩২ রান করে রাজশাহী। জবাবে ৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় ঢাকা।

এদিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নেন সাইফ হাসান। ৪ বলে মাত্র ১ রান করেন এই ডানহাতি ব্যটার। আরেক ওপেনার উসমান খান সাজঘরে যাওয়ার আগে করেন ১৫ বলে ১৪ রান। আর মাত্র ১২ রান আসে অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে।

ঢাকার হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন আব্দুল্লাহ আল মামুন। তার ব্যাট থেকে আসে ৩৮ বলে ৪৫ রান। আর নাসির হোসেন করেন ১৯ রান।

শেষদিকে নেমেই ঝোড়ো ব্যাটিং উপহার দেন সাব্বির রহমান রুম্মন। শামিম হোসেন পাটোয়ারিকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। ১৩ বলে ১৭ রানে শামীম ও ১০ বলে ২১ রানে সাব্বির অপরাজিত থাকেন।

ঢাকার হয়ে বোলিংয়ে মাত্র ১৬ রানের খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম। অন্যদিকে রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন মোহম্মদ নেওয়াজ। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও সন্দীপ লামিচানে।

বিপিএল,ঢাকা ক্যাপিটালস,রাজশাহী ওয়ারিয়র্স,শুভসূচনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত