অনলাইন সংস্করণ
২০:০৫, ০৩ জানুয়ারি, ২০২৬
ক্রিকেটের মাঠের বাইরে রাজনৈতিক টানাপোড়েন আবারও ছায়া ফেলেছে ভারত-বাংলাদেশের সম্পর্কে। সম্প্রতি বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ থেকে ছেড়ে দিতে। এদিকে এমন ইস্যুর পর ভারতের মাটিতে বিশ্বকাপে ক্রিকেটারদের নিরপত্তার কারনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে ভেন্যু বদলের জন্য আবেদন করবে, টেলিকম এশিয়া স্পোর্টসের বরাত দিয়ে এমনটায় জানায় এনডিটিভির এক প্রতিবেদনে।
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা এবং দেশে অস্থিরতার কারণ দেখিয়ে মুস্তাফিজকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, 'দেশজুড়ে যে অস্থিরতা চলছে, তার কারণে কেকেআরকে মুস্তাফিজকে ছেড়ে দিতে বলা হয়েছে।' কেকেআরও এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, বিসিসিআইয়ের নির্দেশ মেনে তারা মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি নতুন খেলোয়াড় নিতে পারবে।
মুস্তাফিজকে গত মিনি নিলামে ৯.২ কোটি টাকায় কিনেছিল কেকেআর। এটা কোনো বাংলাদেশি খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ দাম। ৩০ বছরের এই বাঁহাতি পেসার আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্সসহ অনেক দলে খেলেছেন। ২০১৬ সালে আইপিএলে ডেবিউ করে তিনি টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড়ও হয়েছিলেন।
এই ঘটনার পর বিসিবি চিন্তিত হয়ে পড়েছে তাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে। আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হবে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলো হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেন্স এবং মুম্বাইয়ের ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে। নির্ধারিত ম্যাচ- ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ (কলকাতা), ৯ ফেব্রুয়ারি ইতালি বনাম বাংলাদেশ (কলকাতা), ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম বাংলাদেশ (কলকাতা), ১৭ ফেব্রুয়ারি নেপাল বনাম বাংলাদেশ (মুম্বাই)।
টেলিকম এশিয়া স্পোর্টসের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে ক্রিকেটারদের নিরপত্তা ইস্যু বিবেচনা করে বিসিবির এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, মুস্তাফিজের ছাড়ার ঘটনা তাদের খেলোয়াড়দের ভারতে নিরাপত্তা নিয়ে সন্দেহ জাগিয়েছে। তাই তারা শিগগিরই আইসিসির কাছে ভেন্যু বদলের আবেদন করবে। 'বিশ্বকাপ আইসিসির ইভেন্ট, তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে,' বলেছেন ওই কর্মকর্তা।
ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কও এখন তলানিতে। সম্প্রতি বাংলাদেশে সরকার বদলের পর হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে, যা নিয়ে ভারতে ব্যাপক প্রতিবাদ হয়েছে। ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষায় আইসিসি কী সিদ্ধান্ত নেয়? বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কি ভারতে হবে, নাকি শ্রীলঙ্কায় সরানো হবে? সময়ই বলবে।