
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ফের সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। এতে মিরপুর থেকে নিউমার্কেটগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও মারামারি শুরু হয়।
সংঘর্ষ চলাকালে পুরো সায়েন্সল্যাব এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।
সংঘর্ষের একপর্যায়ে ঢাকা কলেজের একটি বাসে ভাঙচুর চালানো হয়। এ সময় মিরপুর থেকে নিউমার্কেটগামী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। প্রায় দেড় ঘণ্টা ধরে এ পরিস্থিতি অব্যাহত থাকে। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের এলাকা থেকে সরিয়ে দেয়। বেলা সোয়া একটার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন কারণে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষের কারণে সায়েন্সল্যাব এলাকায় প্রায়ই তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানার উদ্যোগে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি ‘শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়। সে সময় হাতে গোলাপ ও বন্ধুত্বের স্লোগানের মাধ্যমে ভবিষ্যতে আর সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেছিলেন উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে সেই অঙ্গীকার এক মাসও টেকেনি। গত ১০ ডিসেম্বর আবারও পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে জড়ান শিক্ষার্থীরা, সে সময় ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে। এক মাসের ব্যবধানে ফের সংঘর্ষে জড়ালো দুই কলেজের শিক্ষার্থীরা।