ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

রংপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল— ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’।

সোমবার (১০ মার্চ) রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। তিনি বলেন, ভৌগোলিকভাবে উত্তরাঞ্চল দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় ঘূর্ণিঝড়, বজ্রপাত, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ প্রায়ই দেখা দেয়। তবে প্রযুক্তির উন্নতির ফলে দুর্যোগের পূর্বাভাস পাওয়া সহজ হয়েছে, যা সঠিক পরিকল্পনার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করছে।

জলাশয় রক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অপরিকল্পিতভাবে খাল-বিল, পুকুর ভরাটের কারণে জলাশয়ের সংখ্যা কমছে, যা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় সমস্যা সৃষ্টি করছে। তাই পানি উন্নয়ন বোর্ডকে কার্যকর পদক্ষেপ নিতে হবে যাতে জলাশয়গুলো সংরক্ষিত থাকে।

সচেতনতার ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় জনগণের প্রস্তুতি ও সচেতনতার কোনো বিকল্প নেই। এজন্য দুর্যোগপূর্ব প্রস্তুতি ও দুর্যোগকালীন করণীয় সম্পর্কে জনগণকে ধারণা দিতে এবং তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন এবং রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ বাদশা মাসউদ আলম। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, সাংবাদিক, এনজিওকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

দুর্যোগ,প্রস্তুতি,দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত